এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগেই নয়া নির্বাচন কমিশনার, কে পেলেন দায়িত্ব! জেনে নিন!

পঞ্চায়েতের আগেই নয়া নির্বাচন কমিশনার, কে পেলেন দায়িত্ব! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে দায়িত্ব নিলেন নতুন নির্বাচন কমিশনার। বেশ কিছুদিন ধরেই কে হবেন রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার, তা নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন। রাজ্যপালের পক্ষ থেকে সীলমোহর না আসার কারণে সমস্যা আরও দীর্ঘায়িত হতে শুরু করে। তবে এবার রাজভবনের তরফে সবুজ সংকেত আসতেই নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন রাজীব সিনহা।

 

প্রসঙ্গত, সৌরভ দাসের মেয়াদ শেষ হতেই রাজ্য সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম রাজভবনে পাঠানো হয়। কিন্তু রাজভবন এতদিন সেই ব্যাপারে কোনো সবুজ সংকেত দেয়নি। বরঞ্চ রাজ্যকে আরও বেশ কিছু নাম পাঠাতে বলে। তবে সেই প্রক্রিয়ার পর অবশেষে সেই রাজীব সিনহার নামে সবুজ সংকেত দিয়েছেন রাজ্যপাল। যার ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন রাজীব সিনহা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!