এখন পড়ছেন
হোম > রাজনীতি > কবে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন! দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন নতুন কমিশনার!

কবে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন! দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন নতুন কমিশনার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন ঘোষণার কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। কবে হবে সেই নির্বাচন, তা নিয়ে কোনো সদুত্তর নেই। আর এই পরিস্থিতিতে নয়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। আর দায়িত্ব নেওয়ার পরেই এই ব্যাপারে বড় বার্তা দিলেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, এদিন রাজ্যপালের পক্ষ থেকে সবুজ সংকেত আসতেই নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন রাজীব সিনহা। আর তারপরেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজীববাবু বলেন, “রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে।” অর্থাৎ কবে পঞ্চায়েত নির্বাচন হবে, সেই ব্যাপারে যে রাজ্যের সঙ্গেই আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, তা স্পষ্ট করে দিলেন রাজীব সিনহা।

বলা বাহুল্য, নির্বাচন কমিশনার হিসেবে সৌরভ দাসের মেয়াদ শেষ হতেই রাজীব সিনহার নাম রাজ্য সরকারের পক্ষ থেকে রাজভবনে পাঠানো হয়। কিন্তু এতদিন তাতে সিলমোহর দেয়নি রাজভবন। তবে অবশেষে সেই ব্যাপারে সবুজ সংকেত পেতেই দায়িত্বভার গ্রহণ করেন রাজীব সিনহা। আর দায়িত্ব গ্রহণ করার পরেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!