এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিতর্ক থেকে দূরে থাকতেই কি প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল? বাড়ছে জল্পনা!

বিতর্ক থেকে দূরে থাকতেই কি প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল? বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একেই তো তিনি বিজেপির টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। যার পর থেকেই তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দলবদলকারী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য প্রথম থেকে আবেদন করা হচ্ছে। যদিও বা তাতে কোনো রকম পদক্ষেপ করতে দেখা যায়নি বিধানসভার অধ্যক্ষকে। পরবর্তীতে দলবদল করা সত্ত্বেও সেই মুকুল রায়কে প্রতিবার বিরোধীদের হাতে থাকা পিএসি কমিটির চেয়ারম্যান করে দেওয়া হয়েছে। যা নিয়ে আরও বেশি করে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি।

আর এবার চেয়ারম্যান হওয়ার পর পিএসি কমিটির প্রথম বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায় বলে জল্পনা ছড়িয়ে পড়েছে। যার জেরে একাংশ বলছেন, এই বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। এমনকি তারা সেখানেই মুকুলবাবুর বিধায়ক থাকা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারেন। তাই বিতর্ক থেকে দূরে থাকতেই সুকৌশলে চেয়ারম্যান হিসেবে প্রথম পিএসির বৈঠকে উপস্থিত না থেকে গোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন মুকুল রায় বলেই দাবি একাংশের।

সূত্রের খবর, বর্তমানে দিল্লি রয়েছেন মুকুল রায়। আজ শুক্রবার দুপুরের পরে তিনি কলকাতায় ফিরতে পারেন। সেদিক থেকে আজ দুপুরেই বিধানসভায় এই গুরুত্বপূর্ণ কমিটির বৈঠক রয়েছে। তাই এই বৈঠকে মুকুল রায়ের অনুপস্থিত থাকার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। তবে মুকুল রায় যদি পিএসি কমিটির চেয়ারম্যান হয়ে প্রথম বৈঠকে অনুপস্থিত থাকেন, তাহলে বিরোধীরা যে তাদের হাতে বাড়তি হাতিয়ার পেয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা একদিকে যেমন আজ এই গুরুত্বপূর্ণ কমিটির প্রথম বৈঠক রয়েছে, ঠিক তেমনই আজ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার জন্য দ্বিতীয় শুনানি রয়েছে। স্বভাবতই সেই পরিস্থিতিতে মুকুল রায় সুকৌশলে উপস্থিত না থেকে নিজেকে নিয়ে যাতে বিতর্ক না হয়, সেই চেষ্টা করছেন বলেই দাবি করা হচ্ছে। তবে বিরোধীরা যে গোটা বিষয়টি সহজে ছেড়ে দেবে না, তা বলাই যায়। পর্যবেক্ষকদের মতে, মুকুল রায় যদি এই বৈঠকে অনুপস্থিত থাকেন, তাহলে তৃণমূলের পক্ষ থেকে তার হয়ে পাল্টা যুক্তি দেওয়া হতে পারে। ইতিমধ্যেই চেয়ারম্যানের অনুপস্থিতিতে বৈঠক করার সুযোগ রয়েছে বলে জানিয়ে দিয়েছেন তৃনমূলের তাপস রায়। তবে আজ বিধানসভায় মুকুল রায়কে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে।

একদিকে তিনি এই কমিটির চেয়ারম্যান হয়ে প্রথম বৈঠকে যদি অনুপস্থিত থাকেন, তাহলে বিরোধীরা তার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে। শুধু তাই নয়, বিধায়ক পদ খারিজ হওয়ায় আজ বিধানসভায় বিরোধীদের পক্ষ থেকে অধ্যক্ষের কাছে জমা দেওয়া আবেদনের শুনানি রয়েছে। তাই সেই শুনানিতেও যদি মুকুল রায় অনুপস্থিত না থাকেন, তাহলে বুঝতে হবে যে তিনি বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কি করেন মুকুল রায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!