এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল ও মুকুল রায়কে চাপে ফেলতে এবার শুভেন্দু নিলো অন্য রাস্তা, বিতর্ক তুঙ্গে

তৃণমূল ও মুকুল রায়কে চাপে ফেলতে এবার শুভেন্দু নিলো অন্য রাস্তা, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় তৃণমূলে চলে আসার প্রথম দিন থেকেই বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী সবথেকে বেশি বিরোধিতা শুরু করেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত শুভেন্দুকে বারংবার দেখা গিয়েছে মুকুলের বিরুদ্ধে দল বিরোধী আইন লাগু করার কথা বলতে। এই নিয়ে শুভেন্দুর পক্ষ থেকে বিধানসভার স্পিকারের কাছেও চিঠি গিয়েছে। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। তাই এবার  তৃণমূল এবং মুকুল রায়কে অন্যান্য রাজ্যের কাছে ছোট করতে উঠে পড়ে লেগেছে শুভেন্দু অধিকারী।

একদিকে যেমন মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়, ঠিক সেভাবেই এবার মুকুল রায় ও তৃণমূলের বদনাম করার জন্য বাইরের রাজ্যে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী অন্য রাজ্যের ডেপুটি স্পিকার ও বিরোধী দলনেতাদের চিঠি দিয়ে এ রাজ্যের শাসকদলের নীতি নিয়ে প্রশ্ন তুলছেন। এক্ষেত্রে শুভেন্দুর অভিযোগ রাজ্যের শাসক দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করছে বিধানসভায়। এর আগে মুকুল রায় পিএসি চেয়ারম্যান হওয়ার পর বিধানসভার স্পিকারের নামে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ জানান রাজ্যের বিরোধী দলনেতা।

আর এবার তৃণমূলের বদনাম করতে অন্যান্য রাজ্যে চিঠি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন শুভেন্দু অধিকারী। পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়কে কোন ভাবেই মেনে নেবেনা বিজেপি। যে কারণে মুকুল রায় পিএসসি চেয়ারম্যান হওয়ার পর বিধানসভার অন্যান্য কমিটিতে চেয়ারম্যান পদ থেকে বিজেপির নেতারা ইস্তফা দিয়েছেন। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই দিল্লিতে বিজেপির এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছেন, যার নেতৃত্বে থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেও সংবিধান লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিশেষজ্ঞদের মতে, পিএসি চেয়ারম্যান পদে কে থাকবেন, তা বিধানসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। পিএসি চেয়ারম্যান পদে যে বিরোধী দলের নেতারা বসবেন এমন কথা কিন্তু সংবিধানে লেখা নেই। মনোনয়নের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন স্পীকার। এ ক্ষেত্রেও তাই হয়েছে। তবে মুকুল রায় বিধানসভার ভেতরে এখনো খাতায়-কলমে বিজেপি বিধায়ক। সেই হিসেবে তিনি পিএসি চেয়ারম্যান পদে বসেছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে এখনও দল বিরোধী আইন প্রয়োগ করা হয়নি।

সুতরাং এই মামলা যদি হাইকোর্টে যায়, সেখানেও বিজেপি বিশেষ সুবিধা করতে পারবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তাই এবার শুভেন্দু নিয়েছেন পুরোপুরি অন্য রাস্তা। বাইরের রাজ্যের কাছে তৃণমূলকে ছোট করে পরিস্থিতির নাগাল পেতে চাইছেন তিনি। তবে সেখানেও অন্যান্য রাজ্য থেকে এরাজ্যের ব্যাপারে কতটা কে মাথা ঘামাবেন, তা নিয়েও সন্দেহ থাকছে। তবে সর্বোপরি মুকুল রায় নামক অস্বস্তি কাঁটা এখনো যে ভালোই বিজেপিকে বিঁধছে তা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!