এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > পুজোর মরশুমে আপনার স্মার্টফোন হ্যাক হয়ে যেতে পারে যে কোন মুহূর্তে? সামনে এল কোন ভয়ঙ্কর তথ্য?

পুজোর মরশুমে আপনার স্মার্টফোন হ্যাক হয়ে যেতে পারে যে কোন মুহূর্তে? সামনে এল কোন ভয়ঙ্কর তথ্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে ক্রমশ বাড়ছে মোবাইল হ্যাকিং এর সমস্যা। গত কয়েক বছর ধরে মোবাইল হ্যাকিং এর অভিযোগ বারবার উঠে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। গত বছর হ্যাকিং বিষয়ে ফেসবুক ভারতকে বিশেষভাবে সতর্ক বার্তা দিয়েছিল। সেসময় জানানো হয়েছিল যে, একটি ইজরাইলি সংস্থা ১২১ জন ভারতীয়র মোবাইলে গোপন তল্লাশি চালাচ্ছে। ফোনের নিরাপত্তাকে বিঘ্নিত করে দিচ্ছে। অন্যদিকে আমেরিকার একাধিক বন্ধু দেশ সহ অন্তত কুড়িটি দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে হোয়াটস্যাপ। হোয়াটসঅ্যাপের অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি পাঁচটি মহাদেশের কুড়িটি দেশের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা সাইবার হ্যাকারদের জালে পড়েছেন।

প্রসঙ্গত, বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। ইজরায়েলি সংস্থা ‘এনএসও’ এর সুরক্ষা বলয় ছিন্ন করতে শুরু করেছে। ইজরায়েলি সংস্থা ‘এনএসও’ বিশ্বে সাইবার অস্ত্রের ডিলার হিসেবে পরিচিত। ভারতের একাধিক নেতা, মন্ত্রী, সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মীকে নিশানা করেছে এই সংস্থার হ্যাকাররা। গোয়েন্দারা মনে করছেন, ভয়েস কলিং ফিচার ব্যবহার করে কারো মোবাইলে নজরদারি সফটওয়্যার ইন্সটল করে দিচ্ছে তারা। তারপর এর মাধ্যমেই গোপনীয় তথ্য হাতিয়ে নিচ্ছে তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সোমবার গোয়ার উপমুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকর গোয়ার সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ তাঁর, মোবাইল ফোন হ্যাক হয়ে গেছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের তিনি সদস্য। তাঁর নামে সেই গ্রুপ থেকে আপত্তিকর মেসেজ এসেছে। উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, তিনি যখন ঘুমিয়ে ছিলেন তখন তার নামে এই মেসেজ হয়েছে।

হোয়াটসঅ্যাপ এর জনৈক মুখপাত্র জানিয়েছেন যে, মোবাইলে আড়িপাতার একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে ইজরায়েলের সাইবার সুরক্ষা সংস্থা ‘এনএসও গ্রুপ’ এবং ‘কিউ সাইবার টেকনোলজি।’ প্রসঙ্গত এক সময় ‘পেগাসাস’ নামের এক সফটওয়্যার তৈরি করেছিল তারা। যা দিয়ে মোবাইলে আড়িপাতা যেত। মোবাইলে একবার যদি চলে যায় এটা, তাহলে মোবাইল ব্যবহারকারীর অবস্থান, তার যাবতীয় বিষয় হ্যাকারদের হাতে চলে আসে। তার জরুরি ব্যক্তিগত তথ্য, এমনকি পাসওয়ার্ড পর্যন্ত হাতিয়ে নেয় হ্যাকাররা। মোবাইল ব্যবহারকারী কে একটি এক্সপ্লইট লিংকে ক্লিক করতে বাধ্য করে পেগাসাস। কিন্তু একবার এখানে ক্লিক করলেই গ্রাহকের মোবাইল সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। তখন অডিও-ভিডিও, লোকেশন থেকে আরম্ভ করে পাসওয়ার্ড পর্যন্ত সমস্ত কিছু হ্যাকারদের হাতে চলে যায়।

ইতিপূর্বে ইজরায়েলি সংস্থা এনএসও অ্যাপেলের সুরক্ষা বলয় ছিন্ন করেছিল। বিভিন্ন দেশকে গোপনে সাইবার অস্ত্র সরবরাহ করে এই সংস্থা। সাইবার অস্র ব্যবহার করে কোনো শত্রু দেশের সমস্ত পরিকাঠামোকে ভেঙে দিতে পারে এই সংস্থার হ্যাকাররা। তাদের বিভিন্ন অনৈতিক কাজ কর্মের বিষয়ে একাধিকবার সরব হয়েছে অ্যামনেস্টি সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলি। আন্তর্জাতিক অস্র বিশেষজ্ঞরা মনে করেন, এই সংস্থার পেছনে আছে ইজরায়েলি সেনার মদত। পূর্বে ‘স্টাক্সনেট’ ভাইরাস ছড়িয়ে দিয়ে ইরানের ওপর হামলা চালিয়েছিল এই সংস্থা। ইরানের পরিকাঠামো অনেকটাই ধ্বংস করে দিয়েছিল তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!