এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা মোকাবিলায় কেন্দ্র কি সঠিক দিশাতেই? পরিসংখ্যান তুলে ধরে বড়সড় দাবি প্রধানমন্ত্রী মোদীর

করোনা মোকাবিলায় কেন্দ্র কি সঠিক দিশাতেই? পরিসংখ্যান তুলে ধরে বড়সড় দাবি প্রধানমন্ত্রী মোদীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৭২২ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হল ৫৭৯ জন মানুষের। করোনার সংক্রমণ ও মৃত্যুর কারণে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল সম্প্রতি ৭৫ লক্ষ ৫০ হাজার ২৭৩ জন। তবে স্বস্তির বিষয় একটাই যে, করোনা আক্রান্তদের মধ্যে থেকে করোনা মুক্ত হয়েছেন ৬৬ লক্ষ ৬৩ হাজার ৬০৮ জন। এই সময় দেশের মোট করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা হল ৭ লক্ষ ৭২ হাজার ৫৫ জন। দেশজুড়ে করোনায় মৃত্যুর মোট সংখ্যা হল ১ লক্ষ ১৪ হাজার ৬১০ জন।

করোনা সংক্রমণ নিয়ে যখন শঙ্কিত দেশবাসী, তখন এ বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় সঠিক পথেই এগোচ্ছে ভারত। তাই করোনা থেকে সুস্থতার পরিমাণ দেশে ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী জানান যে, সমগ্র বিশ্বের মধ্যে করোনা থেকে সুস্থতার হার ভারতের ক্ষেত্রে যথেষ্ট বেশি। যা একটি বিরাট সাফল্য বলে তিনি জানালেন।

একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানালেন যে, ভারতের বৈচিত্র বিরাট, জনসংখ্যাও বিশাল। এ কারণে ভারতে করোনা পরিস্থিতির মোকাবিলা যথেষ্ট কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটিই সঠিকভাবে করতে পেরেছে কেন্দ্র। একারনেই এসেছে আশা পূর্বক সফলতা। অন্যান্য দেশের তুলনায় ভারত করোনা মোকাবিলায় যথেষ্ট সফল বলে দাবি করলেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি জানালেন যে, করোনায় মৃত্যুর হার ভারতের ক্ষেত্রে যথেষ্ট কম। এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে করোনার পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। কিন্তু ভারত ভয়াবহ পরিস্থিতি এড়াতে পেরেছে বলেই তাঁর দাবি। সঠিকভাবে লকডাউন পালনের ফলে ভারত করোনা মোকাবিলা করতে পেরেছে। প্রধানমন্ত্রী জানালেন যে, ভারতের মানুষ যেভাবে মাস্ক ব্যবহারে সচেতনতা দেখিয়েছেন, তা পৃথিবীর অন্য কোন দেশের মানুষ দেখাতে পারেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী দাবি করেছেন এ বিষয়ে কেন্দ্রের সমস্ত পরিকল্পনা সফল হয়েছে। প্রধানমন্ত্রী আরো জানালেন যে, কেন্দ্রের এ বিষয়ে আরও অনেক পরিকল্পনা আছে। ধীরে ধীরে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা হবে। করোনার ভ্যাকসিন তৈরি হয়ে গেলে তা কি করে দেশবাসীকে বিতরণ করা হবে সে বিষয়ে একটি রূপরেখা প্রস্তুত করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী জানালেন যে, প্রত্যেক ভারতবাসীর জন্য ডিজিটাল হেলথ আইডি তৈরি করা হবে। যার মাধ্যমে ভ্যাকসিন পাবেন সমগ্র দেশবাসী।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারের নিযুক্ত একটি প্যানেল দেশবাসীকে করোনা সংক্রমনের বিষয়ে আশ্বস্ত করলো। এই প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত প্রটোকল যদি সঠিকভাবে মেনে চলা হয় তবে আগামী বছরে নিয়ন্ত্রণে আসতে চলেছে করোনা মহামারী। তাঁরা জানিয়েছেন যে, সম্প্রতি ভারত করোনার চরম সময় অতিক্রম করে গেছে।

কেন্দ্রীয় সরকারের এই প্যানেলের সদস্যদের মধ্যে আছেন আইসিএমআর ও আইআইটির একাধিক সদস্য। তাঁরা জানিয়েছেন যে, সঠিকভাবে সুরক্ষা বিধি পালন করলে, আগামী বছরের শুরুর দিকেই করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। তাঁরা আরও জানিয়েছেন যে, সঠিকভাবে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চললে আগামী ফেব্রুয়ারি মাসে অনেকটাই কমে আসবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে নিয়ন্ত্রনে চলে আসবে দেশের করোনা পরিস্থিতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!