এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় ধাক্কা খেলো কংগ্রেস,  বিপক্ষে গেলো আদালতের রায়

বড়সড় ধাক্কা খেলো কংগ্রেস,  বিপক্ষে গেলো আদালতের রায়


ন্যাশনাল হোরাল্ড মামলায় আদালতের রায় পুনরায় বিবেচনা করার আবেদন খারিজ করে দিল দিল্লি উচ্চ আদালত। পাশাপাশি জম অধিগ্রহণ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আগামী দু সপ্তাহের মধ্যে নেহেরু জামানার ঐতিহ্যবাহী হোরাল্ড বিল্ডিং খালি করার নির্দেশও দিলেন হাইকোর্ট। এদিনের রায়ে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে জয়ের আনন্দ একটু হলেও ম্লান হয়ে গেল রাহুল-সনিয়া গান্ধীর। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ন্যাশনাল হেরাল্ডের দিল্লির জমির লিজের মেয়াদ শেষ হওয়ায় জমি ছেড়ে দিতে হবে। ২০১২ সালে সোনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে দিল্লির এই কোর্টে মামলাও দায়ের করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। অভিযোগে বিজেপি সাংসদ জানিয়েছিলেন,মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে
ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিক অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড (এজেএল) কোম্পানিটিকে কেনে কংগ্রেসের সংস্থা ‘ইয়ং ইন্ডিয়ানস’। ২০১১ সালে এজেএল-এর সমস্ত শেয়ার ট্রান্সফার করাও হয়েছিল ‘ইয়ং ইন্ডিয়ানস’কে।

এরপর ‘ন্যাশনাল হোরাল্ড’ সংক্রান্ত মামলায় জালিয়াতির অভিযোগে সোনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে ইনকাম ট্যাক্স অফিসারদের তদন্ত চালানোর নির্দেশ দেয় হাইকোর্ট। তবে কেন্দ্রের নির্দেশ না মেনে ন্যশনাল হেরাল্ডের প্রকাশক অ্যাসোসিয়েট জার্নালস্ লিমিটেডের পক্ষ থেকে আদালতে আবেদন করে বলা হয়,বিগত ৫৬ বছর ধরে আইনসম্মতভাবেই ওই জমি অধিগ্রহন করা হয়েছে।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জমি না ছাড়লে কেন্দ্র থেকে সেই জমি নিলামে ওঠানোর হুঁসিয়ারী দেওয়া হয়েছে। এমনটাও আবেদনে উল্লেখ করা হয়। এটা শোনার পর কেন্দ্রের তরফ থেকে পাল্টা যুক্তি দেখিয়ে বলা হয়,বিগত ১০ বছর ধরে ওই জমিতে কোনো গণমাধ্যমের অফিসই নেই। এছাড়া জমিটি বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে। এটা শোনার পরই ন্যাশনাল হেরাল্ডের প্রকাশক অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডকে আগামী দু’সপ্তাহের মধ্যে জমি ফাঁকা করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

উল্লেখ্য, এজেএল-কে প্রায় ৯০ কোটি টাকার ঋণ দিয়েছিল কংগ্রেস। আর সেই সূত্র ধরেই এজেএল-এর মালিকানা পাওয়ায় সেই টাকা দাবী করার অধিকার পান সোনিয়া এবং রাহুল গান্ধী। এছাড়া বেআইনিভাবে শেয়ার হোল্ডারদের না জানিয়ে এজেএল-এর শেয়ার ইয়ং ইন্ডিয়ানস-কে ট্রান্সফার করার যে অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে, সেই তালিকায় সোনিয়া,রাহুল গান্ধী ছাড়াও রয়েছেন মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্দেজ, সুমন দুবে ও স্যাম পিত্রোদা।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
তবে সোনিয়া এবং রাহুল গান্ধী আগেই জানিয়ে দিয়েছেন তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ অযৌক্তিক। এছাড়া সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের কর মামলারও কোনো ভিত্তি নেই বলেই দাবী তাঁদের। এখন হাইকোর্টের নির্দেশ মেনে কবে রাজধানীর জমি ফাঁকা করে কংগ্রেস,সেটা নিয়ে তীব্র চাপানউতোর শুরু হয়েছে দলীয় অন্দরে,এমনটাই আঁচ পাওয়া গেল রাজনৈতিক সূত্রের খবরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!