এখন পড়ছেন
হোম > রাজ্য > আবার বিপাকে ম্যাগি

আবার বিপাকে ম্যাগি


‘অ্যাশ কনটেন্ট’এর উপস্থিতির জন্য ফের বিপাকে পড়ল জনপ্রিয় ন্যুডলস ‘ম্যাগি’।উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি সরকারি ল্যাবরেটরি জানিয়ে দিল ম্যাগি-তে মানুষের সহনশীল মাত্রার থেকেও বেশি ‘অ্যাশ কনটেন্ট’ রয়েছে।এর পরই নেসলেকে ৪৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এছাড়াও ম্যাগির তিন ডিস্ট্রিবিউটারকে ১৫ লাখ ও দুই বিক্রেতাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতবছর নভেম্বর মাসে জেলা প্রশাসন পরীক্ষা করার জন্য ম্যাগি-র যে নমুনা সংগ্রহ করেছিল  ওই রিপোর্ট নেসলে ইন্ডিয়ার হাতে এসে গেলে মানহানির অভিযোগে জেলা প্রশাসনের বিরুদ্ধে তারা পাল্টা অভিযোগ জানাবে আদালতে।

ম্যাগি আদৌ নিরাপদ কিনা তা এখনো প্রমানিত না হলেও পুরোনো একটি মানদণ্ডের উপর ভিত্তি করে তাকে নিরাপদ বলেই চিহ্নিত করছে কোম্পানি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!