বিবাহ বিচ্ছেদ নিয়ে শোভনের অভিযোগকে খণ্ডালেন তাঁর স্বশুর রাজ্য November 30, 2017 আলিপুর জেলা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন তৃণমূল মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিবাহ বিচ্ছেদের আবেদনের সাথে সাথে তিনি রত্না চট্টোপাধ্যায়ের উপর অভিযোগ করেন যে টাকা নয়ছয় করার পাশাপাশি, তাঁর খরচের বহর গত কয়েক বছরে অনেকাংশ বেড়ে গিয়েছিল যা তার পক্ষেই সামাল দেওয়া দিন দিন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।মহেশতলা পুরসভার চেয়ারম্যান তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর দুলাল দাস এর পাল্টা জবাবে বলেন যে তার মেয়ে রত্না চট্টোপাধ্যায় আর্থিকভাবে যথেষ্ট সাবলম্বী এবং তার নামে থাকা সমস্ত সম্পত্তি দিয়ে তিনি স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারবেন।সোমবারই এই মামলার শুনানি। আপনার মতামত জানান -