এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী ঝড়ে একেবারে বেসামাল কংগ্রেস, বিপুল জয় এলো গেরুয়া শিবিরে

মোদী ঝড়ে একেবারে বেসামাল কংগ্রেস, বিপুল জয় এলো গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গুজরাটের পুর নির্বাচনে বিজেপির কাছে সম্পূর্ণ পর্যুদস্ত হল প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রীর রাজ্যে প্রধান ৬ টি শহরের পুরসভা ভোটে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল জয় এলো বিজেপির। মাত্র ৪৪ টি আসন গেলো কংগ্রেসের ঝুলিতে। যা হতাশ করেছে দলকে। তবে তাৎপর্যপূর্ণভাবে প্রথমবার দাঁড়িয়েই ২৭ টি আসনে জয়ী হলো আম আদমি পার্টি, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। দলের এই অভাবনীয় জয়ে যথেষ্ট উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

গত রবিবার গুজরাটের ৬টি পুরনিগমের নির্বাচন ছিল। গুজরাটে ১৪৪ টি ওয়ার্ডের ৫৭৬ টি আসনে নির্বাচন হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে এই নির্বাচনে ভোটদানের হার কিন্তু যথেষ্ট কম ছিল। বলা যায়, জামনগর, রাজকোট ছাড়া বাকি চারটি শহরে ভোটদাতার সংখ্যা ৫০% অতিক্রম করতে পারে নি। মোট ভোট সংখ্যার বিচারে সবচেয়ে কম ভোট পড়তে দেখা গেছে আমেদাবাদে। সেখানে মাত্র ৪২.৫১ শতাংশ ভোট পড়েছে। আর, এই নির্বাচনেই একেবারে বাজিমাত করেছে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গুজরাটের গুরুত্বপূর্ণ ছটি শহর আমেদাবাদ, সুরাট, রাজকোট, ভাদোদরা, ভাবনগর, জামনগরে গতকাল ছিল ভোটগণনা। সমস্ত শহরেই বিপুল ভোটের ব্যবধানে জয় এসেছে বিজেপির। আমেদাবাদ ১৬১ টি, সুরাটে ৯৩ টি, ভাদোদরাতে ৬৯ টি, রাজকোটে ৬৮ টি, জামনগরে ৫০ টি, ভাবনগরে ৪৪ টি আসন এসেছে বিজেপির হাতে। বিজেপির এই ফলাফলের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, মানুষ কংগ্রেসকে তার অবস্থান বুঝিয়ে দিয়েছেন। মাত্র ৪৪ টি আসন দিয়ে তাঁদেরকে জনগণ বিশেষ বার্তা দিয়েছেন। এবার অন্তত আত্মবিশ্লেষণে বসা প্রয়োজন কংগ্রেসের।

অন্যদিকে গুজরাট নির্বাচনের এই ফলাফলের পর একাধিক টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে প্রধানমন্ত্রী লিখেছেন যে, ধন্যবাদ গুজরাটকে। পুরসভা নির্বাচনের ফলাফলে এটা স্পষ্ট যে, মানুষ বিজেপির উপর আস্থা রেখেছেন। মানুষ আস্থা রেখেছেন উন্নয়ন আর সুশাসনের রাজনীতির উপরে। বিজেপির উপরে ভরসা করার জন্য গুজরাট বাসীর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, গুজরাটের সেবা করতে পারা, তাঁদের কাছে সবসময় বিরল সম্মানের। এই অভাবনীয় জয়ের জন্য গুজরাটে বিজেপি কর্মীদেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!