এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্রমশ টানটান রাজ্য-রাজনীতি! এবার রাজীবের ‘দুর্নীতি’ বের করার ভার নিলেন মমতার অনুগত সৈনিক!

ক্রমশ টানটান রাজ্য-রাজনীতি! এবার রাজীবের ‘দুর্নীতি’ বের করার ভার নিলেন মমতার অনুগত সৈনিক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পরেই তাদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে যেমন কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তিনি, ঠিক তেমনই বনমন্ত্রীর দায়িত্বে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল বিস্ফোরক উক্তি। যে দপ্তরের মন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সেইখানে যে ব্যাপক কারচুপি হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন বাংলার প্রশাসনিক প্রধান।

উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিজেপিতে যোগদান করা রাজীব বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই গোটা বিষয় নিয়ে কৌতুহল বাড়তে শুরু করেছিল। তবে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়রা বিজেপিতে গিয়ে ক্ষমতা দখলের ব্যাপারে আত্মপ্রত্যয়ী হলেও, তাদের সেই আশা পূর্ণ হয়নি। 77 টি আসন দখল করে কোনোরকমে বিরোধী দলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি।

আর তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরেই যারা দলের সঙ্গে গদ্দারি করে বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন, তাদেরকে যেন কোনোভাবেই ছেড়ে দেওয়া না হয়, তার জন্য তৃণমূলের নিচুতলার নেতাকর্মীরা উপরতলায় আবেদন জানাতে শুরু করেছিলেন। আর এবার নেতা-কর্মীদের সেই আবেদনে সাড়া দিয়ে কি পাল্টা কৌশল প্রয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বিজেপিতে যোগদান করা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় থাকার সময় ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। আর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে সেই বনমন্ত্রীর দায়িত্বে আনা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। স্বাভাবিক ভাবেই জ্যোতিপ্রিয়বাবুর বনদপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তিকে বাড়িয়ে দেওয়ার অন্যতম কারণ, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, রাজীব বন্দ্যোপাধ্যায় যেদিন বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারপরেই এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, “বন সহায়ক নিয়োগ পদে কারচুপি হয়েছে। আমি তো এত কিছু জানতাম না। এখন সব জানতে পারছি। কিভাবে কার থেকে কি নিয়ে সেই নিয়োগ হয়েছিল, তা বের করা হবে।” আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিভিন্ন নেতা বন সহায়ক নিয়োগ পদে সুপারিশের জন্য তার কাছে বিভিন্ন নাম পাঠিয়েছিলেন বলে তৃণমূল নেত্রীর অস্বস্তি বাড়িয়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

তবে এবার ক্ষমতায় আসার পর সেই রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রী থাকাকালীন তার দপ্তরে কি কি দুর্নীতি হয়েছে, তা খুঁজে বের করার জন্য বনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককে বলেই মনে করছেন একাংশ। অর্থাৎ এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে জ্যোতিপ্রিয়বাবু। এতদিন তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন। কিন্তু তৃতীয় তৃণমূল সরকারের আমলে রাজীব বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা জ্যোতিপ্রিয় মল্লিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় হাতিয়ার, তা বনমন্ত্রীর দায়িত্ব দেওয়াতেই কার্যত পরিষ্কার বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, জ্যোতিপ্রিয় মল্লিক বিগত দিনে আরও বড় গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। তার দপ্তর ছিল খাদ্য দপ্তর। কিন্তু সেখান থেকে হঠাৎ করে তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বনদপ্তরে আনার পেছনে যে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, তা বলাই যায়। আর তার প্রধান কারণ যে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে জব্দ করা, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। এখন নতুন দপ্তরের দায়িত্ব নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক পূর্বসূরী তথা বর্তমান বিজেপি নেতাকে জব্দ করতে কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!