এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলা জয়ের স্বপ্ন দেখে ৭৭-এই থামতে হয়েছে! ‘অমূল্য রতনদের’ বুক দিয়ে আগলে রাখতে চান অমিত শাহ

বাংলা জয়ের স্বপ্ন দেখে ৭৭-এই থামতে হয়েছে! ‘অমূল্য রতনদের’ বুক দিয়ে আগলে রাখতে চান অমিত শাহ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি বঙ্গ জয়ের স্বপ্ন দেখেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছিলেন। যদিও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। ৭৭ টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। বিজেপির বঙ্গজয় সম্ভব হয়নি, কিন্তু রাজ্য রাজনীতিতে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। আর, বিজেপির ৭৭ জন বিধায়কের জন্য বিশেষ চিন্তাভাবনা রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের। সমস্ত বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেবার উদ্যোগ নিল দলের শীর্ষ নেতৃত্ব।

রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপির বিধায়কদের ওপর হামলার আশঙ্কা করছে দলের শীর্ষ নেতৃত্ব। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৬১ জন বিজেপি বিধায়কদের একটি তালিকা পাঠিয়েছে। এই বিধায়কদের ওপর হামলার সম্ভাবনা রয়েছে বলে, জানা গেছে। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কদের আঁটোসাঁটো নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপির ৭৭ জন বিধায়কদের মধ্যে কেউ কেউ কেন্দ্রীয় নিরাপত্তার সুবিধা পেয়ে থাকেন। যারা এই সুবিধার আওতাভুক্ত হননি, তাদেরকেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নেবার কথা জানানো হয়েছে। জানা গেছে, বিজেপির ৪০ জনেরও বেশি বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তার জন্য ইচ্ছুক আছেন।

গতকাল, বিজেপির হেস্টিংস এর সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক চলে। এই বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করা হয় শুভেন্দু অধিকারীকে। তবে নির্বাচনের আগে থেকেই হামলার আশঙ্কায় জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। বিজেপি নেতা মুকুল রায়কেও জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকেও এই ধরনের নিরাপত্তা দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হামলার আশঙ্কা থেকে সাংসদ ও বিধায়ক নিশীথ প্রামাণিককে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এতে দুজন কমান্ডো, ১১ জন নিরাপত্তারক্ষী পাবেন তিনি। বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সহ আরও তিনজনকে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা দেয়া হতে পারে। তাহলে তাঁরা ৮ জন নিরাপত্তারক্ষী পাবেন। যে সমস্ত বিজেপির বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা নিতে চান, তাঁরা এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন।

জানা গেছে, গতকাল ৬১ জন বিধায়কের তালিকা আসার পর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে ইচ্ছুক হয়েছেন ৪০ জনেরও বেশি বিধায়ক। আবেদনের ফরম পূরণ করেছেন এই বিধায়কেরা। তবে, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী কেন্দ্রীয় নিরাপত্তা নিতে চান না। তাই তিনি ফরম জমা দেননি। রাজ্যের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে যথেষ্ঠ আতঙ্কিত বিজেপি শীর্ষ নেতৃত্ব। এ কারণেই বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, সম্প্রতি রাজ্যের যে পরিস্থিতি রয়েছে, তাতে বিধায়কদের চলাফেরায় বিপদের আশঙ্কা আছে। এ কারণে দল থেকে তাঁদের সুরক্ষা দেবার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। যারা সুরক্ষা নিতে চাইবেন, তাঁদের জন্য নিরাপত্তা দেওয়ার কথা জানানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। দলের বিধায়কদের জন্য এভাবেই বিশেষ সুরক্ষার ব্যবস্থা করতে চলেছে দলের শীর্ষ নেতৃত্ব। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!