এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরার পর আসামেও সংগঠন গড়ার স্বপ্ন! হেভিওয়েট বিজেপি বিরোধীর তৃণমূল যোগের জল্পনা!

ত্রিপুরার পর আসামেও সংগঠন গড়ার স্বপ্ন! হেভিওয়েট বিজেপি বিরোধীর তৃণমূল যোগের জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বর্তমানে ত্রিপুরাতে সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করার পরেই অন্য রাজ্যগুলোতে যাতে দলকে শক্তিশালী করা যায়, তার জন্য চেষ্টা শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। আর সেই লক্ষ্য নিয়ে ত্রিপুরাতে তাদের তৎপরতা কার্যত চোখে পড়ার মত। তবে শুধু ত্রিপুরা নয়, এবার কি অন্যান্য রাজ্যগুলোতেও ধীরে ধীরে সংগঠনকে শক্তিশালী করতে চলেছে তৃণমূল কংগ্রেস? জানা গিয়েছে, অসমের অন্যতম বিধায়ক তথা নাগরিকত্ব আইনের প্রবল বিরোধী বলেই পরিচিত অখিল গগৈ ইতিমধ্যেই কলকাতায় এসে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

স্বাভাবিক ভাবেই তার এই সাক্ষাতকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছে জল্পনা। যখন তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যগুলোতে সংগঠন বিস্তার করার উদ্যোগ নিচ্ছে, তখন অখিল গগৈয়ের মত হেভিওয়েট বিজেপি বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করে জল্পনা বাড়িয়ে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ সূত্র মারফত খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পাশাপাশি তৃণমূলে যোগদান নিয়েও একটি জল্পনা সূচক মন্তব্য করেছেন এই অখিল গগৈ। হঠাৎ করে তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর সাক্ষাত কেন?

তাহলে কি তিনি আগামী দিনে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে? এদিন এই প্রসঙ্গে আসামের এই বিধায়ক বলেন, “আসামে তৃণমূলের যে রাজ্য কমিটি হবে, আমাকে তার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যারা গণতন্ত্রে বিশ্বাস রাখেন, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নবজাগরণের প্রতীক। বিজেপি আরএসএসের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে নেতৃত্ব দিচ্ছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে অন্যান্য রাজ্যগুলোতে সংগঠনকে আরও বেশি করে শক্তিশালী করতে হবে। এমনিতে তৃনমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে সেভাবে বিস্তার লাভ করতে পারেনি। কিন্তু 2024 এর লোকসভা নির্বাচনের আগে যদি বিজেপিকে জোর ধাক্কা দিতে হয়, তাহলে ধীরে ধীরে সংগঠনকে বিস্তারলাভ করাতেই হবে। আর তাই সেই কথা মাথায় রেখে একের পর এক রাজ্যে তৃণমূলের আধিপত্য বিস্তারের কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই এবার আসামের হেভিওয়েট বিধায়কের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ জল্পনাকে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, একসময় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোরদার লড়াই চালিয়ে ছিলেন এই অখিল গগৈ। নিজের প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, অসমের মাটিতে কোনোভাবেই নাগরিকত্ব আইন লাগু করা যাবে না। 2024 এর লোকসভা নির্বাচনের আগে সেই অখিল গগৈ-এর মত হেভিওয়েট বিজেপি বিরোধী মুখকে কাজে লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই তাকে দিয়ে আসামের সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা তৃণমূল নেত্রীর বলে দাবি করছেন একাংশ। স্বভাবতই অখিল গগৈ এর মন্তব্য থেকে সেই জল্পনা আরও দীর্ঘায়িত হল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আগামী দিনে কি ত্রিপুরার মত অসমের সংগঠনকে চাঙ্গা করতে অখিল গগৈ-এর নেতৃত্বে নতুন কমিটি গঠন করে ঘাসফুল শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!