আজ DA সংক্রান্ত মামলা নিয়ে কি বললো আদালত রাজ্য December 19, 2017 আজ DA সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে। এদিন বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেন, “আমাকে প্রথমে ঠিক করতে হবে, সরকারি কর্মচারীদের DA পাওয়ার আইনত অধিকার আছে কি না?” কেননা তাঁর যুক্তি হলো গত বছর নভেম্বর মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে দায়ের হওয়া এই মামলাটি বিষয়ে TAT জানিয়ে দেয়, DAহলো সরকারের দান। তাই DA-দেওয়ার ব্যাপারটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। হাইকোর্ট দেখে নিতে চায়, সরকারি কর্মচারীদের DA পাওয়ার আইনত অধিকার আছে কি না।তাই ৯ জানুয়ারি বিকেল ৩টে থেকে রোজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মচারীদের DA সংক্রান্ত মামলার শুনানি হবে। আপনার মতামত জানান -