এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর সঙ্গে মঞ্চে বড়সড় পদক্ষেপ হেভিওয়েট নেতার বিরুদ্ধে, তবে কি বিভাজন হয়েই গেছে ?

শুভেন্দুর সঙ্গে মঞ্চে বড়সড় পদক্ষেপ হেভিওয়েট নেতার বিরুদ্ধে, তবে কি বিভাজন হয়েই গেছে ?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দলের সঙ্গে সম্পর্ক অতি সংক্ষিপ্ত করে দলে ম্রিয়মান হয়ে উঠেছেন এক সময়ের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। যদিও তাঁকে দলে ধরে রাখতে প্রচেষ্টা চালাচ্ছেন বেশকিছু তৃণমূল নেতা। দলের মুখপাত্ররাও কিছুদিন ধরে নানা রকম প্রশংসা করছেন তাঁর। কিন্তু এর পরও অনেকে বলছেন যে, শুভেন্দু অধিকারীকে নিয়ে দলে বিভাজন তৈরি হয়েই গেছে। তাদের এই দাবির সত্যতা প্রমাণ হলো গতকাল সোমবারের একটি ঘটনায়।

পরশু রবিবার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে একমঞ্চে থাকার শাস্তি পেতে হল পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতোকে। শুভেন্দু অধিকারী সঙ্গে এক মঞ্চে থাকার কারণে গতকাল তার দুজন নিরাপত্তারক্ষীকে প্রত্যাহার করে নিল জেলা পুলিশ। এ কারণে যথেষ্ট ক্ষুব্ধ হলেন তিনি। নিজের ক্ষোভ প্রকাশ করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, পুরুলিয়া জেলা পুলিশ সুপারকে। তবে, তাঁর নিরাপত্তারক্ষীদের ফিরিয়ে দেয়া হবে, এমন কোনো আশ্বাস দেয়া হলো না তাঁকে।

পরশু রবিবারে পুরুলিয়া শহরে পুরুলিয়া জেলা তৃণমূল সম্পাদক গৌতম রায়ের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো উদ্বোধনের সময় শুভেন্দু অধিকারীর পাশে ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। এর খেসারত দিতে হলো তাঁকে। গতকাল সোমবার সকালে তিনি ও তার ছেলে সুদীপ মাহাতোর নিরাপত্তারক্ষীদের তুলে নেয়া হলো। যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত ২০১০ সালে মাওবাদীরা একটি হিটলিস্ট প্রকাশ করেছিল। সেই হিটলিস্টে পুরুলিয়ার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর নাম ছিল। এরপর ২০১১ সালে তৃণমূল রাজ্যের মসনদ দখলের পর, তাঁকে নিরাপত্তারক্ষী দিয়েছিল রাজ্য সরকার। এরপর গত ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভের পর জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন সৃষ্টিধর মাহাতো। সেসময় তাঁকে ৬ জন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল।

আবার সৃষ্টিধর মাহাতোর ছেলে সুদীপ মাহাতো বলরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হয়েছিলেন। তাকেও দেওয়া হয়েছিল ২ জন নিরাপত্তারক্ষী। তবে, গত ১০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হলে সৃষ্টিধর মাহাতোর নিরাপত্তারক্ষীর সংখ্যা কমিয়ে দুজন করা হয়েছিল, তাঁর ছেলে সুদীপ মাহাতোর নিরাপত্তা রক্ষী কমিয়ে ১ জন করা হয়েছিল। এরপর গতকাল থেকে তাঁদের নিরাপত্তারক্ষী তুলে নেয়া হলো। যে ঘটনায় অনেকেই মনে করছেন যে, শুভেন্দু অধিকারীকে নিয়ে দলে বিভাজন সৃষ্টি হয়ে গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!