এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নন্দীগ্রামের দুর্ঘটনা নিয়ে অভিযোগ প্রতিঅভিযোগের ভিড়, নজর মমতা ব্যানার্জ্জীর স্বাস্থ্যের দিকে

নন্দীগ্রামের দুর্ঘটনা নিয়ে অভিযোগ প্রতিঅভিযোগের ভিড়, নজর মমতা ব্যানার্জ্জীর স্বাস্থ্যের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এই মুহূর্তে থেকে উত্তেজনা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। কারণ সেখান থেকে লড়াইতে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধী শিবিরের নেতা এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন এবং তিনি হলেন বিজেপির শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রাম ব্যস্ত ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা নিয়ে। মনোনয়ন জমা দেবার পরেই বিপত্তি। আজ সারাদিন ভালই চলছিল। কিন্তু সন্ধ্যা ঘনাতেই ছন্দপতন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হলেন দুর্ঘটনায়। প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঘাতপ্রাপ্ত হলেন।

মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করেছেন রাজনৈতিক ষড়যন্ত্রের এবং যথারীতি তৃণমূল শিবির থেকে এই ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে গেরুয়া শিবিরের দিকে। অন্যদিকে বিরোধীরা অবশ্য তৃণমূল নেত্রীর এই ষড়যন্ত্রের শিকারের অভিযোগকে মোটেই পাত্তা দিচ্ছেনা।তৃণমূল নেত্রী গ্রীন করিডর হয়ে এসেছেন  এসএসকেএম হাসপাতালে। মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা শুরু করে দিয়েছে। হাসপাতালে উপস্থিত হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। পাশাপাশি তাঁর পরিবারের লোকজন রয়েছেন। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর পায়ে আঘাত নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।

একদিকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, ঠিক সেসময় বিরোধীদের কেউ কেউ তৃণমূল নেত্রীর এই আঘাত রাজনৈতিক ভন্ডামি বলেছেন। আবার কেউ অভিযোগ করে বলছেন, সমবেদনা পাওয়ার নাটক। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ঘটে যাওয়া দুর্ঘটনার পেছনে চক্রান্তের অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়েছে বলে কুণাল ঘোষ জানান। পাশাপাশি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি গেরুয়া শিবিরের দিকে অভিযোগ করেছেন। তাঁর মতে, নন্দীগ্রামের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন বুঝতে পেরেই এই হামলা হলো তাঁর ওপর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূল নেতা নেত্রীদের কথা বিন্দুমাত্র পাত্তা দিতে রাজি নয় বিরোধীরা। ইতিমধ্যেই বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর কথা অনুযায়ী, মুখ্যমন্ত্রী যেহেতু জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, এক্ষেত্রে তিনি কিভাবে সাধারণ মানুষের হাতে আক্রান্ত হলেন? এরপর অবশ্য রাজ্য বিজেপি সভাপতি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশনকেও তিনি আহ্বান জানিয়েছেন পুরো ব্যাপারটি খতিয়ে দেখার। অন্যদিকে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সংশয় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাজনৈতিক দল হামলা করতে পারে কিনা তা নিয়ে। তবে তিনিও সিবিআই তদন্ত এবং নির্বাচন কমিশনকে এগিয়ে আসতে আহ্বান করেছেন।

পাশাপাশি তৃণমূল নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন কৈলাস বিজয়বর্গীয়। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দুর্ঘটনা প্রসঙ্গে। তাঁর মতে, আগাগোড়া তৃণমূল নেত্রী রাজনৈতিক নাটক করেন। এটাও সেই নাটকের অন্যতম অংশ। একই কথা  নন্দীগ্রামে মমতার প্রতিদ্বন্দ্বী সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়ও প্রদেশ কংগ্রেস সভাপতির সুরে সুর মিলিয়ে একই কথা বলেছেন। 

বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন যখন দোরগোরায়, ঠিক সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এহেন দুর্ঘটনা রাজনৈতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনা যে আগামী দিনে প্রবল রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে চলেছে, সেব্যাপারে নিশ্চিত পর্যবেক্ষকরা। তবে আপাতত নজর মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের দিকে। এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। কেমন আছেন তিনি, তা জানার জন্য উৎসুক ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!