এখন পড়ছেন
হোম > জাতীয় > পেগাসাস নিয়ে মোক্ষম প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে যাচ্ছে মোদী সরকার, শুরু গুঞ্জন

পেগাসাস নিয়ে মোক্ষম প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে যাচ্ছে মোদী সরকার, শুরু গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময়ের সাথে সাথে পেগাসাস নিয়ে ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিরোধীরা। কার্যত বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই বিরোধী দল সরব হয়েছে পেগাসাস কাণ্ড নিয়ে। একইসাথে মোদি সরকারের ওপর ব্যাপকভাবে চাপ বৃদ্ধি করাও তাঁদের উদ্দেশ্য বলেই মনে করা হচ্ছে। বিরোধীরা প্রথম দিন থেকেই অভিযোগ জানিয়ে আসছে, পেগাসাস নিয়ে মোদি সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার পেগাসাস ঘটনাটি খুবই সামান্য একটি ইস্যু।

এক্ষেত্রে মোদি সরকারের দাবি, কারো ফোনেই আড়িপাতা হয়নি। সম্প্রতি মোদি সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি হলফনামাও জমা দেওয়া হয়েছে। সেখানেও বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। পেগাসাস নিয়ে তর্কবিতর্কের মাঝেই কিন্তু বিরোধীরা এবার অন্য একটি দিকে আকর্ষণ করতে চাইছে। পেগাসাস কাণ্ডে বিরোধীদের প্রধান প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে, কেন্দ্র সরকার কি ইজরায়েল থেকে ফোনে আড়িপাতার জন্য ব্যবহৃত স্পাইওয়্যার পেগাসাস কিনেছে না কেনেনি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীদের অভিযোগ, আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পেগাসাস নিয়ে এই প্রশ্নের উত্তর দেয়নি। সংসদে পেগাসাস নিয়ে বহু বিতর্কের পর শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিবৃতি এসেছে। তা সে বিবৃতিই হোক কিংবা সুপ্রিমকোর্টে পেগাসাস নিয়ে 3 পৃষ্ঠা হলফনামা জমা দেওয়াই হোক কেন্দ্র কিন্তু কোন সময়ে পরিষ্কারভাবে জানাচ্ছে না, তাঁদের তরফ থেকে পেগাসাস কেনা হয়েছিল কিনা! অন্যদিকে এই প্রশ্নের উত্তর না দিলেও মোদি সরকার সুপ্রিমকোর্টে কিন্তু জানিয়েছে, কিছু কায়েমি স্বার্থ ইচ্ছা করে ভুল ধারণা তৈরীর চেষ্টা চলছে।

এবং তা দূর করতে ও গোটা বিষয়টি তদন্ত করতে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হবে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, জাতীয় রাজনীতিতে পেগাসাস এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হয়ে উঠেছে বিরোধীদের জন্য। কার্যত এই অস্ত্র ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে মোদি সরকারের বিরুদ্ধে। আপাতত পেগাসাসের হাত ধরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। আর সেই বিতর্কই যে মোদী সরকারকে বড়সড় চাপের মুখে দাঁড় করিয়েছে, তা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!