এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কর্মসুচি শুরুর পূর্বেই গ্রেফতার দলের কর্মী-সমর্থকেরা, ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি

কর্মসুচি শুরুর পূর্বেই গ্রেফতার দলের কর্মী-সমর্থকেরা, ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাজ্যজুড়ে শহীদ সম্মান যাত্রা কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। ভোট পরবর্তী হিংসায় নিহত দলের কর্মীদের স্মরণে করতে চলেছে এই বিশেষ কর্মসূচি। এই কর্মসূচি শুরু করার পূর্বে শিলিগুড়িতে বিজেপির একটি দলীয় অফিসে বিজেপির যুব মোর্চার কর্মীরা উপস্থিত হয়েছিলেন। পুলিশ তাঁদের আটক করেছে। কর্মসূচি শুরু হবার পূর্বেই পুলিশের বাধায় ক্ষুব্দ গেরুয়া শিবির। এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে আজ সকালে বিজেপির যুব মোর্চার সদস্যরা উপস্থিত হলে তাদের গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। প্রায় ৩০ জন যুব সংগঠনের সদস্যদের থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর জন্য অভিযুক্ত করেছেন তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, গণতন্ত্রের হাড়-পাঁজর বেরিয়ে পড়েছে। তিনি প্রশ্ন করেছেন, কিসের ভয়তে এটা করা হচ্ছে? পশ্চিমবঙ্গে বিজেপির ৭৭ জন বিধায়ক, ১৮ জন সাংসদ রয়েছেন। মানুষ তাঁদের স্বীকৃতি দিয়েছেন। কিন্তু এই রাজ্য সরকার তা মানতে চাইছে না। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, অগণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র রক্ষা করার চেষ্টা দুঃখজনক ও নিন্দা জনক ব্যাপার। তিনি অভিযোগ করেছেন, বিজেপির কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। কিন্তু সংসদ অচল করে দিচ্ছে তৃণমূল। এর জবাব দেবেন বাংলার মানুষ।

গতকাল পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচিতে পুলিশের ব্যাপক বাধার সম্মুখীন হয়েছিল বিজেপিকে। গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানোর সময় বিজেপির একের পর এক রাজ্য নেতৃত্বকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, দেবশ্রী চৌধুরী, সৌমিত্র খাঁ প্রমুখরা।

গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন করা হচ্ছে। পাড়ায় পাড়ায় ফুটবল ম্যাচের আয়োজন করা হচ্ছে। হাজার হাজার লোক সেখানে আসছেন। আর তাঁরা কলকাতায় একটা জায়গায় অবস্থান বিক্ষোভ করতে গেলেই বাধা দিচ্ছে পুলিশ। তিনি অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভ করার অনুমতি দেয়া হয় না। পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার দেওয়া হয় না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!