এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পুরভোটের পুরো কথা – আসন্ন পুরভোটে ডালখোলা পুরসভার সব তথ্য একনজরে

পুরভোটের পুরো কথা – আসন্ন পুরভোটে ডালখোলা পুরসভার সব তথ্য একনজরে


আগামী দু-তিন মাসের মধ্যেই পুরো বাংলা জুড়ে ১২ টি পুরসভার নির্বাচন আসন্ন। পঞ্চায়েত নির্বাচনে তুমুল সাফল্য পাওয়ার পর তৃণমূল কংগ্রেস এই ১২ পুরসভাতেও স্বাভাবিকভাবেই ঝড় তুলতে চাইবে। অন্যদিকে পঞ্চায়েতে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পাওয়ায় নতুন উদ্যমে পুরভোটেও পদ্ম ফোটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলবেন গেরুয়া-নেতৃত্ত্ব। আর বামফ্রন্ট ও কংগ্রেসের ভোট যেখানে ক্ষয়িষ্ণু বলে প্রমাণিত সেখানে তাদের কাছে অস্তিত্ত্ব রক্ষার লড়াই। বিশেষ করে যেখানে আগামী নভেম্বর-ডিসেম্বর মাস করেই বেজে যেতে পারে লোকসভা নির্বাচনের দামামা, সেখানে তার ঠিক আগেই এই ১২ পুরভোটের লড়াই জমজমাট হতে বাধ্য। আর তাই আমরা এই ১২ টি পুরসভার প্রতিটির পুঙ্খানুপুঙ্খ তথ্য, বিগত নির্বাচনের পরিপ্রেক্ষিতে অবস্থান, ওপিনিয়ন পোল ও এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরব। এই পর্বে আমরা তুলে এনেছি ৫ বছর আগে কি হয়েছিল পুরভোটের ফল আর কে কে হয়েছিলেন কাউন্সিলর তার বিশদ তালিকা। আজ ডালখোলা পুরসভা, উত্তর দিনাজপুর

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

২০১৩ সালের শেষ পুরভোটের ফলাফল
মোট আসন – ১৬
তৃণমূল কংগ্রেস – ২
বিজেপি – ০
বামফ্রন্ট – ৪
কংগ্রেস – ১০
অন্যান্য – ০

জয়ী কাউন্সিলরদের তালিকা –
ওয়ার্ড ১ – মহম্মদ আবু তাহির
ওয়ার্ড ২ – বিনয় সাহা
ওয়ার্ড ৩ – বিজয় বারুই
ওয়ার্ড ৪ – শ্রীমতি নমিতা অধিকারী
ওয়ার্ড ৫ – শ্রীমতি নীলম সাহা
ওয়ার্ড ৬ – শ্রীমতি রেনুদেবী বহানিয়া
ওয়ার্ড ৭ – শঙ্কর বিশ্বাস
ওয়ার্ড ৮ – সুভাষ গোস্বামী (চেয়ারম্যান)
ওয়ার্ড ৯ – শ্রীমতি রিনা সাহা
ওয়ার্ড ১০ – কৈলাশ সাহা
ওয়ার্ড ১১ – গোপাল রায়
ওয়ার্ড ১২ – মহম্মদ আব্দুল হালিম
ওয়ার্ড ১৩ – রাবিয়া খাতুন
ওয়ার্ড ১৪ – মহম্মদ আলি রাজা খান (ভাইস চেয়ারম্যান)
ওয়ার্ড ১৫ – মহম্মদ সোলেমান
ওয়ার্ড ১৬ – আফসারি বেগম

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!