এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রাজ্যে ভ্যাকসিন সরবরাহ বৃদ্ধির আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

রাজ্যে ভ্যাকসিন সরবরাহ বৃদ্ধির আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ভ্যাকসিন সরবরাহের পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে বেশ কিছুদিন ধরে চলছে কোভিশিল্ডের প্রচণ্ড অভাব। গত তিন-চারদিন ধরে এই সমস্যা তৈরি হয়েছে। ইতিপূর্বে কোভ্যাকসিনের অভাব দেখা দিয়েছিল রাজ্যে। এবার অভাব কোভিশিল্ডের। কোভিশিল্ডের অভাবের কারণে বেশ কিছু টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিনেশন অনিশ্চিত হয়ে পড়েছে। আগামীকাল থেকে কলকাতা পুরসভার বেশকিছু কেন্দ্রে কোভিশিল্ড দেওয়া বন্ধ রাখা হবে বলে, বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের জন্য ভ্যাকসিন সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অধীর বাবু জানিয়েছেন যে,পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটির বেশি। কিন্তু, ২ রা আগস্ট পর্যন্ত রাজ্যের মাত্র ৩ কোটি ৬৫ লক্ষ ৮৪৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনো পর্যন্ত রাজ্যের ৭০% মানুষ ভয়াবহ ভাইরাস থেকে সুরক্ষিত হওয়ার অপেক্ষায় দিন গুনছেন। অধীর বাবু আরও জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের মত এমন বিপুল জনবসতিপূর্ণ রাজ্যের টিকাকরণ যদি দ্রুত না হয়, তবে করোনার তৃতীয় ঢেউ এলে কোভিড বিস্ফোরণের যথেষ্ট আশঙ্কা আছে। তাই প্রধানমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেছেন, রাজ্যে যেন ভ্যাকসিনের বরাদ্দ বৃদ্ধি করা হয়।

এদিকে, রাজ্যে কোভিশিল্ডের ভান্ডার প্রায় শেষ হতে চলেছে। এই কারণে আগামীকাল থেকে কলকাতা পুরসভার বেশকিছু টিকাকেন্দ্রে কোভিশিল্ড দেওয়া বন্ধ রাখার বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। জানানো হয়েছিল, আজকের দিনটি কোভিশিল্ড পাওয়া যাবে, তবে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে কোভিশিল্ড দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত আজও কোভিশিল্ড দেওয়া বন্ধ রাখা হলো পুরসভার টিকাকরণ কেন্দ্রে। কোভিশিল্ডের অভাবের কারণে বন্ধ রাখতে হলো টিকা করন প্রক্রিয়া। জানানো হয়েছে, রাজ্যে কোভিশিল্ড এলে তবেই টিকাকরন প্রক্রিয়া শুরু হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!