এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল তৃণমূলে ফিরতেই বিজেপি গড়ে বড়সড় ভাঙ্গন, হুংকার তৃণমূলের!

মুকুল তৃণমূলে ফিরতেই বিজেপি গড়ে বড়সড় ভাঙ্গন, হুংকার তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফেরার পর থেকেই তার হাত ধরে যারা একসময় বিজেপিতে যুক্ত হয়েছিলেন, তারা আবার তৃণমূল কংগ্রেসে যুক্ত হবেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল। স্বাভাবিক ভাবেই গোটা বিষয়টিকে কেন্দ্র করে কোন জেলার কোন কোন বিজেপি নেতা আবার তৃণমূল কংগ্রেসে যুক্ত হন, তা নিয়ে তৈরি হয়েছিল চর্চা। তবে এবার ভারতীয় জনতা পার্টিকে ব্যাপকভাবে চাপে ফেলে দিয়ে তাদের শক্ত ঘাঁটি ব্যারাকপুর থেকে একাধিক বিজেপি নেতা কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যেখানে মুকুল রায়ের ঘনিষ্ঠ এক বিজেপি নেতার নেতৃত্বে একাধিক নেতাকর্মীর তৃণমূল কংগ্রেসে যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। স্বাভাবিকভাবেই বিজেপির শক্ত ঘাঁটিতে এভাবে বিজেপি ছেড়ে ব্যাপক নেতাকর্মীর তৃণমূল কংগ্রেসে যোগদানে যথেষ্ট উজ্জীবিত হয়ে ওঠে ঘাসফুল শিবির।

সূত্রের খবর, রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আর সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান পার্থসারথি পাত্র, সোহম চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। আর তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু হঠাৎ করে কেন তারা বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন? এদিন এই প্রসঙ্গে পার্থসারথি পাত্র বলেন, “মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলাম। মুকুলদা পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কারণেই তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে হেভিওয়েট বিজেপি নেতা কর্মীদের এইভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান রীতিমতো উৎসাহ প্রকাশ করেছেন তৃণমূলের নেতা কর্মীরা। ইতিমধ্যেই গোটা বিষয়ে বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে দেখা গেছে ঘাসফুল শিবিরকে। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ত্রিপুরায় তৃণমূল ছাত্র-যুব নেতাদের ভয় পাচ্ছে বিজেপি সরকারের। আর এই থেকেই বোঝা যাচ্ছে, ত্রিপুরায় বিজেপির শেষের দিন শুরু হয়ে গিয়েছে। একইভাবে ব্যারাকপুর অঞ্চলেও বিজেপির শেষের দিন শুরু হয়ে গেল। আগামী দিনেও কর্মী-সমর্থকদের যোগদান চলবে।”

একাংশ বলছেন, ব্যারাকপুরে গত লোকসভা নির্বাচন থেকে বিজেপির প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছিল। ধীরে ধীরে এখানে সংকটের মুখে পড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসতেই তার অনুগামীদের একাংশ বিজেপি ছেড়ে যুক্ত হলেন ঘাসফুল শিবিরে। যার জেরে ভারতীয় জনতা পার্টি তাদের শক্ত ঘাঁটি ব্যারাকপুরে অনেকটাই চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!