এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের ‘খেলা হবে’-র মঞ্চে উদ্দাম নৃত্য চিয়ার লিডারদের, তীব্র বিতর্ক রাজনীতি মহলে

তৃণমূলের ‘খেলা হবে’-র মঞ্চে উদ্দাম নৃত্য চিয়ার লিডারদের, তীব্র বিতর্ক রাজনীতি মহলে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে। তৃতীয় বারের জন্য মসনদ দখলের পর ১৬ ই আগস্ট এর দিনটিকে খেলা হবে দিবস পালনের জন্য বেছে নিয়েছিল তৃণমূল। গতকাল রাজ্য জুড়ে পালিত হল তৃণমূলের খেলা হবে দিবস। রাজ্যের বিভিন্ন স্থানে ফুটবলের আয়োজন করা হয়েছিল। খেলার আয়োজন করা হয়েছিল পূর্ব বর্ধমানের আউসগ্রাম অঞ্চলে। সেখানেই খেলা হবে দিবস পালন নিয়ে শুরু হলো তীব্র বিতর্ক।

গতকাল আউসগ্রাম ২ ব্লকের ভাল্কির রানীগঞ্জ এলাকায় খেলা হবে দিবসের আয়োজন করেছিল তৃণমূল। জাকজমকের সঙ্গে ফুটবল খেলার আয়োজন করা হয়। ফুটবল খেলার সময় দেখা যায় মঞ্চে ডিজে মিউজিকের তালে তালে নৃত্য করছেন চিয়ারলিডাররা। এই ঘটনা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। ফুটবল খেলার চিয়ারলিডারদের উপস্থিতি দেখে অনেকেই বিস্মিত হন। সেখানে ভিড় করেন বহু মানুষ। অভিযোগ উঠেছে, কোনরকম স্বাস্থ্যবিধি না মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব একেবারেই অমান্য করা হয়েছে। মাস্ক না পড়েই বহু মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। খেলা দেখতে ভিড় করেছিলেন বহু মানুষ। সেখানে কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হয়নি। এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। উঠেছে একের পর এক প্রশ্ন। এ প্রসঙ্গে ভাল্কি অঞ্চল তৃণমূল সভাপতি অরূপ মিদ্দা জানালেন যে, এখন সিনেমা, থিয়েটার সব বন্ধ রয়েছে, তাই বিনোদন বলে কিছু নেই। তাই একটু বিনোদনের ব্যবস্থা করতে চেয়েছিলেন তাঁরা।

কিন্তু কারোর মুখে মাস্ক কেন নেই? এর উত্তরে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী অনেকটা ছাড় দিয়েছেন। আর তাঁরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করেছেন অনুষ্ঠানের। তবে, তৃণমূল নেতা এই সাফাই দিলেও, অনেকেই জানিয়েছেন অনুষ্ঠানে কোনরকম স্বাস্থ্যবিধি মান্য করা হয়নি। ব্যাপক ভিড় হয়েছিল খেলা হবে দিবসের অনুষ্ঠানে।

অন্যদিকে, গতকাল কলেজ স্ট্রিট এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পালের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। স্কুল-কলেজের সার্টিফিকেট, ফুটবল নিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। তিনি জানিয়েছেন, খেলা হবে হলো একটি রাজনৈতিক প্ররোচনামূলক শ্লোগান। এই শ্লোগানকে সামনে রেখে নির্বাচন পরবর্তী সময়ে বিরোধীদের ওপর প্রতিহিংসা করছে সরকার। তাঁরা জানিয়েছেন, খেলা অনেক হয়েছে এবার চাকরি চাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!