এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রিয়াঙ্কা গান্ধীকে সক্রিয় রাজনীতিতে নিয়ে বিজেপি ও ফেডারেল ফ্রন্ট – উভয়ের উপরই কি চাপ সৃষ্টি করল কংগ্রেস?

প্রিয়াঙ্কা গান্ধীকে সক্রিয় রাজনীতিতে নিয়ে বিজেপি ও ফেডারেল ফ্রন্ট – উভয়ের উপরই কি চাপ সৃষ্টি করল কংগ্রেস?


অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই সমস্ত জল্পনাকে সত্যি করে বুধবার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা করলেন সোনিয়া গান্ধীর কন্যা তথা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। আর লোকসভা নির্বাচনের আগে প্রিয়াঙ্কার এই রাজনীতিতে পদার্পণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

একাংশের ধারণা, একদিকে দেশের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে 2019 এ কেন্দ্রের মসনদ থেকে হটানো, আর অন্যদিকে বিজেপি বিরোধিতায় দেশজুড়ে তৈরি হওয়া বিরোধী মহাজোটের অন্যতম নির্ণায়ক ভূমিকা নেওয়া – এই দুই দিক থেকেই হাত শিবিরকে শীর্ষস্থানে তুলে ধরতে ও লোকসভা নির্বাচনের আগে নিজেদের ভোটব্যাঙ্ক যাতে আরও শক্ত করা যায় সেইজন্য প্রিয়াঙ্কাকেই ময়দানে নামাল কংগ্রেস।

কিন্তু যেখানে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে “যুবরাজ” বলে আখ্যা দিয়ে কংগ্রেসের অধিকাংশ নেতা নেত্রীরা লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে জোর ব্যাটেন চালাচ্ছেন ঠিক সেখানেই প্রিয়াঙ্কার এই রাজনীতিতে পদার্পণ আদৌ কি প্রয়োজন ছিল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধী যতই হম্বিতম্বি করুন না কেন, একা রাহুলের ওপর ভরসা রাখতে পারছেন না কংগ্রেসের একাধিক নেতারাই। কেননা বিভিন্ন ইস্যুতে তাঁর ছেলেমানুষী মন্তব্যে তীব্র অস্বস্তিতে পড়তে হচ্ছে দলকে। আর তাই কি এবারে সেই রাহুলের পাশাপাশি তার বোন প্রিয়াঙ্কাকে রাজনীতির ময়দানে নামিয়ে নিজেদের ভোটব্যাংকে সেই প্রিয়াঙ্কার হাত দিয়েই আরও বৃদ্ধি করাতে চায় হাত শিবির! জাতীয় রাজনীতিতে এখন এই জল্পনাই শুরু হয়েছে। কিন্তু রাজনীতিতে যোগ দিয়ে ঠিক কোন পদে অভিষেক হল প্রিয়াঙ্কা গান্ধীর?

সূত্রের খবর, পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদের জায়গায় সেই দায়িত্ব গ্রহণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। অন্যদিকে সেই গুলাম নবি আজাদকে হরিয়ানার এআইসিসির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রিয়াঙ্কার এই রাজনীতিতে যোগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা দিক থেকে আসা শুরু হয়েছে নানা শুভেচ্ছা বার্তা।

সব মিলিয়ে এই সমস্ত শুভেচ্ছাকে গ্রহণ করে আগামী লোকসভা নির্বাচনে নিজের দায়িত্ব সামলে ঠিক কতটা দলের ভোটব্যাঙ্ক রক্ষা করতে পারেন সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!