এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে বড়সড় বদল ঘটল নিয়মে! জেনে নিন করোনা ভ্যাক্সিনের লেটেস্ট আপডেট

করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে বড়সড় বদল ঘটল নিয়মে! জেনে নিন করোনা ভ্যাক্সিনের লেটেস্ট আপডেট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার ভ্যাকসিন গ্রহণ তথা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটি বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার। এতদিন পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক ছিল। শুধু ভ্যাকসিন নয়, হাসপাতালে ভর্তি বা চিকিৎসার ক্ষেত্রেও আধার কার্ড থাকা আবশ্যক ছিল। তবে, এবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কারোর কাছে যদি আধার কার্ড নাও থাকে, সে ক্ষেত্রেও তিনি করোনার ভ্যাকসিন পাবেন। শুধু মাত্র ভ্যাকসিনই নয়, আধার কার্ড না থাকলেও তিনি হাসপাতালে ভর্তি হতে পারবেন, নিজের চিকিৎসা করাতে পারবেন। আধার কার্ড না থাকলেও প্রয়োজনীয় সরকারি পরিষেবা দেয়া হবে তাকে। করোনার তীব্র সংক্রমনের মুহূর্তে কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ওয়াকিবহাল মহলের দাবি।

আজ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, আধার কার্ডের ক্ষেত্রে এক্সেপশন হান্ডলিং মেকানিজম ব্যবহৃত হয়। আধার কার্ড একটি ১২ সংখ্যার বায়োমেট্রিক পরিচয় পত্র। তবে গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্র যদি না থাকে, তা হলেও প্রয়োজনীয় সরকারি পরিষেবা ও সুযোগ-সুবিধা পাবেন দেশের মানুষ। কোন দেশবাসীর যদি কোনো কারণে আধার কার্ড না থাকে। তবে প্রয়োজনে সরকারি পরিষেবা থেকে তাকে বঞ্চিত করা যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদি আধার কার্ড না থাকে, তবে তাকে ভ্যাকসিন দেওয়া, প্রয়োজনীয় ওষুধ দেওয়া, হাসপাতালে ভর্তি করা বা চিকিৎসা পরিষেবা থেকে বাদ দেওয়া যাবে না। আধার কার্ড না থাকার ফলে করোনার চিকিৎসা করাতে গিয়ে বেশ কিছু মানুষ তীব্র সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই খবর কেন্দ্রীয় সরকারের কাছে যেতেই, এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানানো হয়েছে, কোন কারণে আধার অনলাইন ভেরিফিকেশন সম্ভব না হলে সেই সংস্থা বা বিভাগকে ২০১৬ সালের আধার আইন অনুযায়ী পরিষেবা অব্যাহত রাখতে হবে। সরকারি পরিষেবাতে স্বচ্ছতা আনতেই আধার কার্ডের ব্যবহার।

কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও স্বস্তিদায়ক বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এর ফলে দেশের যে সমস্ত মানুষ, যারা এখনো পর্যন্ত কোন বিশেষ কারণে আধার কার্ড করাতে পারেননি বা আধার কার্ডের আবেদন করলেও এখনো পর্যন্ত কার্ড হাতে পাননি। এবার তারা যথেষ্ট স্বস্তি পেতে চলেছেন। চিকিৎসা পরিষেবা ও অন্যান্য ক্ষেত্রে এবার অনেকটাই সমস্যা মুক্ত হলেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!