এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > করোনা যুদ্ধে সেড়ে উঠেও অকালেই চলে গেলেন দাপুটে তরুণ সাংসদ! তীব্র শোকের ছায়া দেশজুড়ে

করোনা যুদ্ধে সেড়ে উঠেও অকালেই চলে গেলেন দাপুটে তরুণ সাংসদ! তীব্র শোকের ছায়া দেশজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা -সংক্রমণ- মৃত্যু, এটাই ছিল গত বছরের ললাট লিখন, এবছরও আবার যা সত্য হয়ে উঠেছে। করোনার বিষাক্ত ছোবলে প্রাণ হারাচ্ছেন একের পর এক হেভিওয়েট ও বিশিষ্ট জন। রাজনৈতিক মহলে করোনার হানা অব্যাহত। কারণ, রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে নানা স্থানে যাতায়াত, বহু মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় রাজনীতিবিদদের।

এর ফলে খুব সহজেই করোনা থাবায় পড়েন রাজনীতিবিদরা। এ কারণে বহু রাজনীতিবিদ করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে বেশকিছু ব্যক্তিত্ব অকালে প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে এবার করোনা আক্রান্ত হয়ে সেরে গিয়েও মৃত্যু ঘটলো হেভিওয়েট কংগ্রেস সাংসদ রাজীব সাতবের।

রাজ্যসভার কংগ্রেস সাংসদ ছিলেন রাজীব সাতব। রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তিনি। যে সময়ে রাহুল গান্ধী কংগ্রেসের সাধারণ সম্পাদক, সে সময় থেকেই রাজনৈতিক মহলে পরিচিতি বাড়তে শুরু করেছিল রাজীব সাতবের। প্রথমে তিনি যুব কংগ্রেসের পর্যবেক্ষক, এরপর সভাপতি হয়েছিলেন। পরবর্তীকালে মহারাষ্ট্রের হিঙ্গলি থেকে সাংসদ হয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব।

প্রসঙ্গত কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাজীব সাতব। এরপর তিনি ক্রমশ সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আবার তাঁর শরীরে নতুন করে সংক্রমণ দেখা দেয়। অসুস্থ হয়ে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ সকালে তাঁর মৃত্যু ঘটেছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, সাইটোমেগালো ভাইরাসে আক্রান্ত ছিলেন কংগ্রেসের এই ৪৬ বছর বয়স্ক সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাইটোমেগালো ভাইরাস হলো এমন একটি ভাইরাস, যা সকলের অজান্তেই শরীরে দানা বাঁধে। সাধারণত এই ভাইরাস শরীরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু বিরল কিছু ক্ষেত্রে এই ভাইরাস জন্মকালীন সময়েই সক্রিয় হয়ে উঠতে পারে। পরবর্তীকালে শরীরের প্রতিরোধ ক্ষমতা যদি কোন ভাবে দুর্বল হয়ে পড়ে, তখন এই ভাইরাস শরীরের ওপরে দখল নেয়। শরীরে একাধিক সমস্যার সৃষ্টি করে। শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই ভাইরাসে। এতে আক্রান্ত হয়েই মৃত্যু হল কংগ্রেস সাংসদ রাজীব সাতবের।

কংগ্রেস সাংসদ রাজীব সাতবের মৃত্যুতে শোক প্রকাশ করে কেন্দ্রীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, এত কম বয়সে তিনি চলে গেলেন, যা তিনি ভাবতে পারছেন না। সংক্রমণ কাছের মানুষদের ক্রমশ নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে রাহুল গান্ধী জানিয়েছেন যে, রাজীব সাতব ছিলেন অত্যন্ত সম্ভাবনাময় নেতা। তাঁর মৃত্যুতে বিরাট ক্ষতি হয়েছে কংগ্রেসের। প্রসঙ্গত, একজন রাজনীতিবিদ হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন রাজীব সাতব। তেমনি নম্র-ভদ্র স্বভাবের মিশুকে মানুষ হিসেবেও তিনি রাজনীতির অঙ্গনে পরিচিত ছিলেন। মুখে সর্বদা হাসি ও সুমিষ্ট ব্যবহার ছিল এই কংগ্রেস নেতার।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!