সংখ্যালঘু উন্নয়নে আবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের বিশেষ খবর রাজ্য December 20, 2017 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বাধীন রাজ্য সরকার বারবার দাবি করে এসেছে যে তাঁদের সরকার বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করে গেছে। যদিও এই নিয়ে বিতর্ক কম হয় নি, বিরোধী দল বিজেপি অভিযোগ জানিয়েছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নামে সংখ্যালঘু তোষন করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী নিজের স্থান থেকে একটুও সরে আসেননি। আর এবার সেই প্রথাই বজায় রেখে রাজ্য সরকার আবারো দাঁড়াতে চলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে। স্তরের খড় অনুযায়ী, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে যেসব সংখ্যালঘু চাকরিপ্রার্থী প্রস্তুতি নিচ্ছেন, জেলা ও মহকুমা স্তরে তাঁদের এবার ফ্রি কোচিং করাবে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। আরো জানা যাচ্ছে যে, বাছাই করা শিক্ষকরা ১৫ দিনের কোচিং করাবেন চাকরিপ্রার্থীদের। আপাতত এই প্রকল্প শুরু হবে দার্জিলিং জেলায়, সেখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আজকের মধ্যে জেলাশাসকের দপ্তরে আবেদন করতে হবে। পরে আবেদনকারীদের একটি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে এবং তাঁদের দার্জিলিং ও শিলিগুড়িতে প্রশিক্ষণ দেওয়া হবে। আপনার মতামত জানান -