এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নততর করে আমূল বদলে দিয়েছে রাজ্য সরকার দাবি শিক্ষামন্ত্রীর

রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নততর করে আমূল বদলে দিয়েছে রাজ্য সরকার দাবি শিক্ষামন্ত্রীর

সরকারি বিদ্যালয়ের বাহ্যিক এবং অভ্যন্তরীণ কাঠামোর উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে,দাবি জানালেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার হাওড়ার শিবপুরের একটি স্কুলের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষার পরিস্থিতির উপরে বক্তব্য রাখবার সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন,অতীতের তুলনায় বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নততর পরিবর্তন ঘটেছে। তিনি জানান, যে সকল স্কুলে ল্যাব, চেয়ার, টেবিল, ঘরের সমস্যা রয়েছে তাদের সেই সকল কাঠামোগুলির দিকে সযত্নশীল হচ্ছে রাজ্য সরকার একই সাথে কম্পিউটার, ই লাইনিং ব্যবস্থাকেও বিভিন্ন স্কুলে দ্রুত চালু করে দেবার জন্য সরকার নজর দিচ্ছে। এই সকল কারণে বর্তমানে শিক্ষার জন্য ছাত্রছাত্রীরা অন্য দেশ বা রাজ্যে না গিয়ে রাজ্যেই নিজেদের ভবিষ্যত গড়ছে। মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সুলভ ব্যবস্থার জন্য সরকারের পক্ষ থেকে বৃত্তির পরিমাণ ৪৫ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হয়েছে। এছাড়া বিশ্ববন্দিত মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প ছাত্রীদেরও পড়াশোনা করার জন্য উৎসাহ দিচ্ছে।
শিক্ষামন্ত্রী বর্তমান ছাত্রছাত্রীদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পক্ষে বলেন যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করায় এখনকার ছাত্রছাত্রীদের পড়াশোনা সহ বিদ্যালয়ের উপস্থিতির পরিমাণও দিন দিন হ্রাস হচ্ছে।আর এত কম উপস্থিতি স্কুল কমিশনের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না।৬০ শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!