এখন পড়ছেন
হোম > অন্যান্য > ওমিক্রণ ছড়িয়ে পড়লে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ অতিক্রম করবে, সতর্কবার্তা নীতি আয়োগের

ওমিক্রণ ছড়িয়ে পড়লে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ অতিক্রম করবে, সতর্কবার্তা নীতি আয়োগের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়িয়ে চলেছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ। ইউরোপের একাধিক দেশ ইতিমধ্যেই কাবু হয়ে পড়েছে। যার মধ্যে রয়েছে ইংল্যান্ড, ফ্রান্স এর মত দেশগুলি। ভারতে এখনো ওমিক্রণ সেভাবে ছড়িয়ে পড়ে নি। তবে, এর মধ্যেই ওমিক্রণ নিয়ে বিশেষ সতর্ক বার্তা দিলেন এইমসের ডিরেক্টর ও নীতি আয়োগের সদস্য ভি কে পল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি জানালেন, আশার কথা ভারতে এখনো সেভাবে ওমিক্রণ ছড়িয়ে পড়ে নি। ইউরোপে অতিমারীর নতুন পর্ব শুরু হয়েছে। দেশকে নিশ্চিত করতে হবে, যাতে ইউরোপের মতো পরিস্থিতি ভারতে না হয়। পরিস্থিতির মোকাবিলার জন্য দেশকে তৈরি থাকতে হবে। এরপরই তিনি জানিয়েছেন, ইংল্যান্ড, ফ্রান্স এর মত ইউরোপের দেশগুলোতে যেভাবে সংক্রমণ চলছে। সেই গতিতে ওমিক্রণ যদি ভারতে সংক্রমণ ঘটায়, তবে প্রতিদিন ১৩ লক্ষ থেকে ১৪ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন।

তাঁর এই সতর্কবার্তা তীব্র আতঙ্কের পরিবেশে ছড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞ মহলে। এদিকে গতকালই দেশে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। সারা বিশ্বে এখনো পর্যন্ত ৯১ টি দেশে ওমিক্রণ পাওয়া গেছে। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার অতিক্রম করেছে। তবে, আশার খবর একটাই দেশে এখনো ওমিক্রণ এর গোষ্ঠী সংক্রমণ দেখা যায়নি। ওমিক্রণ যাতে দেশে ছড়িয়ে না পড়ে তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!