এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতা-অভিষেকের দুর্ভেদ্য দুর্গে পদ্ম ফোটাতে বিশেষ পরিকল্পনা নিয়ে ময়দানে নামছেন খোদ জেপি নাড্ডা

মমতা-অভিষেকের দুর্ভেদ্য দুর্গে পদ্ম ফোটাতে বিশেষ পরিকল্পনা নিয়ে ময়দানে নামছেন খোদ জেপি নাড্ডা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বেজে উঠেছে ভোটের দামামা। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যকে গেরুয়া চাদরে মুড়ে দিতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য গড়ে পদ্ম ফোটাবার পরিকল্পনা নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। আগামী মঙ্গলবার কালীঘাট মন্দিরে পুজো দিতে চলেছেন তিনি। এরপর তিনি দক্ষিণ কলকাতার কয়েকটি বাড়িতে গিয়ে করবেন সম্পর্ক অভিযান। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পাড়ার কিছু বাড়িতে গিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারও করবেন তিনি।

আবার, এর পরদিন অর্থাৎ আগামী বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে উপস্থিত হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। সূত্রের খবর, সেখানেও বাড়ি বাড়ি গিয়ে দলের প্রচার করবেন তিনি। গত লোকসভা নির্বাচনের আগে এরকমই পদক্ষেপ নিয়েছিল বিজেপি। সেসময় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চেতলা লকগেট এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ভোজন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার উল্লেখযোগ্য ফল পায় বিজেপি। লোকসভা ভোটে দক্ষিণ কলকাতায় তৃণমূলের জয় হলেও, বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরেই পিছিয়ে পরে তৃণমূল। বিধানসভা ভোটের আগে এই কর্মসূচি নিয়ে এভাবেই তৃণমূলকে মাত করতে চাইছে বিজেপি।

আপনার মতামত জানান -

অন্যদিকে আগামী সোমবার মেদিনীপুরের রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। তার পূর্বে আজ শনিবার থেকেই আর নয় অন্যায় কর্মসূচিকে কেন্দ্র করে রাস্তায় নেমে পড়ছে বিজেপি। আজ থেকে শুরু করে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে যেতে চলেছেন বিজেপির ৮ জন মন্ত্রী। এই মন্ত্রীরা বুথ স্তরে একেবারে বাড়ি বাড়ি পৌঁছে কেন্দ্রীয় সরকারের সাফল্য ও রাজ্য সরকারের সমস্ত দুর্নীতি, অপশাসনের কথা তুলে ধরবেন। বিজেপির এই কর্মসূচির নাম রাখা হয়েছে প্রবাস কর্মসূচি। যা ১২ ই ডিসেম্বরের পর আবার ১৩ থেকে ২১ সে ডিসেম্বর এবং ২২ থেকে ৩১ সে ডিসেম্বর পর্যন্ত পালন করা হবে। অর্থাৎ গোটা ডিসেম্বর মাস জুড়েই এই কর্মসূচি পালন করা হবে। রাজ্যে এক কোটি বাড়িতে পৌঁছাবার লক্ষমাত্রা নেওয়া হয়েছে।

এই উদ্দ্যেশে আজ শনিবার থেকে সোমবার তিনদিন রাজ্যে আসছেন তিনজন কেন্দ্রীয় মন্ত্রী। যারা হলেন গজেন্দ্র সিং শেখাওয়াত, মনসুখভাই মান্ডিয়া ও অর্জুন মুণ্ডা প্রমুখরা। বিজেপি সূত্রের খবর, আগামী তিনদিন গজেন্দ্র সিং শেখাওয়াত যাচ্ছেন দক্ষিণ কলকাতা, বণঁগা,বারাসত, উত্তর কলকাতা ও দমদম লোকসভা কেন্দ্র। মনসুকভাই মান্ডিয়া যাচ্ছেন তমলুক, কাঁথি এবং ঘাঁটাল লোকসভা কেন্দ্রে। অর্জুন মুণ্ডা যাচ্ছেন আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রে। এরপর বেশকিছু কেন্দ্রীয় নেতা, মন্ত্রী রাজ্যের নানা স্থানে বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচিতে যোগদান করবেন। এভাবেই নির্বাচনে শাসকদল তৃণমূলকে মাত করে দিতে বিশেষ পরিকল্পনা দিল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!