এখন পড়ছেন
হোম > জাতীয় > কয়লা ও গরুপাচার কাণ্ডে প্রাথমিক তদন্ত শেষ, এবার একাধিক প্রভাবশালীর ঘুম ওড়াতে চলেছে সিবিআই?

কয়লা ও গরুপাচার কাণ্ডে প্রাথমিক তদন্ত শেষ, এবার একাধিক প্রভাবশালীর ঘুম ওড়াতে চলেছে সিবিআই?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে গরু পাচার কাণ্ডের পর আরো এক এনামুলকে মালদহ থেকে গ্রেপ্তার করার ঘটনা সামনে এসেছিল। আর সেখানে তাকে জেরা করে গোয়েন্দারা একের পর এক বিস্ফোরক তথ্য জানতে পেরেছিল বলে জানা গেছে। সেখানে শুধু গরু বা কয়লা পাচারই নয়, এরসঙ্গে জালনোটের একটা বড় অংশও গোরু এবং কয়লা পাচারে লেনদেন হতো বলেও খবর পাওয়া যায়।

এছাড়া আরও বেশ কয়েকটি অবৈধ কারবারে এই ধরনের নোট কাজে লাগানো হতো বলে জানা যায়। সেখানে জানা গিয়েছিল, বস্তুত,কোনো কাজে মোটা অঙ্কের টাকার বান্ডিলের সঙ্গে এই ধরনের জালনোট ঢুকিয়ে দেওয়া হত। আর সেক্ষেত্রে অবৈধ কারবারিদের কাছে সিন্ডিকেটের মাধ্যমে এনামুল বা তার সহযোগীরা জালনোট পৌঁছে দিত।

তবে এই কাজ শুধু বাংলাতে নয়, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে সে এই কাজের সঙ্গে যুক্ত ছিল বলেও জানা গেছে। এরই মধ্যে কালো টাকা সাদা করার মামলায় প্রাক্তন এক আয়কর কর্তাকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে লালবাজারের গোয়েন্দাদের। সেইসঙ্গে রাজ্যের আরো অনেক প্রভাবশালী ব্যক্তির নামও উঠে আসে বলে জানা যায়।

আপনার মতামত জানান -

সম্প্রতি তার ভিত্তিতে কার কার কাছে নোটিস পাঠানো হবে এবং আগামী দিনে তদন্তের অভিমুখ কী হবে, এই নিয়ে রাজ্যের সিবিআই কর্তারা শুক্রবার দিল্লির কর্তাদের সঙ্গে ভিডিও বৈঠক করেছেন বলে জানা গেছে। সেইসঙ্গে যে সমস্ত পুলিস আধিকারিকদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ মিলেছে, তাঁদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে প্রথমে ডাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

অন্যদিকে, এরই মধ্যে কয়লা পাচারকারীদের খোঁজে ঝাড়খণ্ডের নিরসায় সিবিআই শুক্রবার তল্লাশি চালায়। সেখানে বিপুল পরিমাণ অবৈধ কয়লাবাজেয়াপ্ত করা হয়। সিবিআই সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে বৈঠক শুরু হয়। সেখানে কয়লা, গোরু পাচারের তদন্তের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ছাড়াও চিটফান্ড কেলেঙ্কারির তদন্তকারী আধিকারিকরা হাজির ছিলেন।

এই বৈঠকে প্রথমে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তার সামনে গোটা বিষয়টি তুলে ধরা হয়। এরপর দিল্লির শীর্ষ কর্তারা বৈঠকে যোগ দেন। তাঁরা প্রথমে তদন্তের গতিপ্রকৃতি জেনে নথি সহযোগে কয়লা পাচারকাণ্ডের শিকড় কতদুর ছড়িয়ে রয়েছে সেই নিয়ে আলোচনা করেন বলে জানা যায়। এছাড়া এই সমস্যা একেবারে গোড়ায় গিয়ে নির্মুল করার দরকার বলেও জানান হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই ধরপাকড় কতটা জরুরি তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় বলেও জানা গেছে। এরই সঙ্গে কীভাবে প্রভাবশালী মহল, ইসিএলর গুটিকয়েক আধিকারিক, স্থানীয় থানা ও পুলিস আধিকারিকদের একাংশ বেআইনি কয়লা পাচারে মদত দিয়েছেন সেসব নথি তুলে ধরে দেখানো হয় বলেও তথ্য সূত্রে জানা গেছে। সেখানে লালার ডায়েরি সামনে এনে কারা কারা তার ‘পে রোলে’ ছিলেন সেটা দেখানো হয়।

জানা গেছে, কয়লা ও গোরু পাচার এর ঘটনায় ছোটবড় মিলিয়ে প্রায় ২০ জনের বেশি পুলিস অফিসারের নাম এদিন আলোচনায় উঠে আসে। এছাড়াও বিএসএফ কাস্টমস, সিআইএসএফ সহ কেন্দ্রীয় বাহিনীর জনা ১৫ অফিসারের নাম নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। এই সমস্ত অফিসারদের নামে বেনামে কোথায় কত সম্পত্তি রয়েছে, কোন কোন জায়গায় টাকা রয়েছে তার বিস্তারিত নথি এদিন পরীক্ষা করেন কলকাতায় নিযুক্ত সিবিআইয়ের এক শীর্ষ কর্তা।

আর তার ভিত্তিতে নথি ও তথ্যপ্রমাণ যে সমস্ত পুলিস অফিসারদের বিরুদ্ধে উঠে এসেছে তাঁদের প্রথমে ডাকা হবে সেটাই ঠিক করা হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত অফিসারদের অন্য একটি টিম তলব করবে বলেও জানান হয়েছে। এর সঙ্গেই সারদা, রোজভ্যালিসহ অন্য চিটফান্ড মামলার তদন্ত নিয়ে আলোচনা হয় বলেও জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!