এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পুরসভা উপ -নির্বাচনে বিপুল ভোটে জয়ী ফিরহাদ হাকিম – জানুন বিস্তারিত

কলকাতা পুরসভা উপ -নির্বাচনে বিপুল ভোটে জয়ী ফিরহাদ হাকিম – জানুন বিস্তারিত


ব্যক্তিগত সমস্যার জেরে দলের নির্দেশে কলকাতার মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করলে, তাঁর স্থলাভিষিক্ত হবেন কে তাই নিয়ে শুরু হয় তুমুল জল্পনা। কিন্তু, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদের জন্য আস্থা রাখেন দীর্ঘদিনের সৈনিক ফিরহাদ হাকিমের উপর।

ফিরহাদ হাকিমকে কলকাতা পুরসভার মেয়র পদে বসানোর জন্য তড়িঘড়ি তিনি পুর-আইনে আনেন। আগের নিয়ম ছিল, আগে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হতে হবে – তবেই পুরসভার মেয়র পদের দায়িত্ত্ব নেওয়া যাবে। কিন্তু, নতুন আইনে মেয়রকে ৬ মাসের মধ্যে কাউন্সিলর হিসাবে জিতে আসতে হবে।

বিরোধীরা এর বিরুদ্ধে আদালতে গিয়েও বিশেষ সুবিধা করতে পারেনি। এরপরেই, ৮২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রণব বিশ্বাস ‘শারীরিক অসুস্থতা’ দেখিয়ে পদত্যাগ করেন। সেখানে উপনির্বাচন ঘোষিত হলে ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ান। প্রসঙ্গত, এই ওয়ার্ডটিকে ফিরহাদ সাহেবের ‘ভদ্রাসন’ হিসাবে ধরা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রবল বাম আমলেও এখানে জয়ী হন ফিরহাদ হাকিম। এখান থেকেই ২০০০ সালে প্রথম কাউন্সিলর হন তিনি, এমনকি পরবর্তীকালে, ২০১০ সালে এই আসন থেকে জিতেই মেয়র পারিষদ হন তিনি। গত ৬ জানুয়ারি এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আর আজ ভোট গণনার শেষে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের প্রাপ্তভোট নিম্নরূপ –

তৃণমূল কংগ্রেস – ১৬,৫৬৪ ভোট
বিজেপি – ২,৫৭৭ ভোট
সিপিআইএম – ১,৭৩৫ ভোট
কংগ্রেস – ৫৩৭ ভোট

অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম নিকটতম বিজেপি প্রার্থীকে ১৩,৯৮৭ টি ভোটে পরাজিত করেন। সূত্রের খবর, আগামীকাল কাউন্সিলর হিসাবে শপথ নেবেন ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, ইতিমধ্যেই কলকাতার মেয়র পদে সংখ্যাগরিষ্ঠতার প্রমান দিয়েছেন ফিরহাদ হাকিম। আর আজ উপনির্বাচনে জয়ের ফলে ২০২০ পর্যন্ত কলকাতা পুরসভা চালাতে তাঁর রাস্তা নিষ্কন্টক হয়ে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!