এখন পড়ছেন
হোম > জাতীয় > ড্রপলেট শুষে নির্মূল করবে করোনা? ব্যাঙ্গালোরের বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে হইচই আমেরিকাতেও!

ড্রপলেট শুষে নির্মূল করবে করোনা? ব্যাঙ্গালোরের বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে হইচই আমেরিকাতেও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভয়াবহ মারণ রোগ করোনা ভাইরাস গোটা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে। এখনও পর্যন্ত এই রোগের তেমনভাবে কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। বর্তমানে হিউম্যান ট্রায়ালের মধ্যে দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেই প্রতিষেধক তৈরির ব্যাপারে কিছুটা আশার আলো দেখাতে শুরু করেছে। কিন্তু এবার করোনা ভাইরাস নিয়ে ব্যাঙ্গালোরের বিজ্ঞানীদের একটি নতুন ডিভাইস নিঃসন্দেহে গুঞ্জন বাড়াতে শুরু করেছে।

জানা গেছে, অফিস, স্কুল-কলেজ, শপিংমল, হোটেল-রেস্তোরাঁ কিংবা এয়ারপোর্টে এই ডিভাইস লাগানো যাবে। কিন্তু কেমন এই ডিভাইস, যার সাহায্যে করোনা ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব হবে? জানা গেছে, ব্যাঙ্গালোরের ডি স্ক্যালেন নামক একটি সংস্থা এই ভাইরাস মোকাবিলায় এই ডিভাইস তৈরি করেছে। যা ছোটখাটো একটি ড্রামের মত দেখতে‌। মূলত ঘরে, অফিসে বা দোকানে যেকোনো জায়গায় তা লাগিয়ে রাখা যাবে। এর মাধ্যমে ইলেকট্রনের স্রোত বের হলে তা করোনা ভাইরাসের সংক্রামককে অনেকটাই নিষ্ক্রিয় করে দেবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সংস্থার চেয়ারম্যান ডক্টর রাজেশ বিজয়কুমার বলেন, “এই ডিভাইসের নাম হল শাইকোকান-স্ক্যালেন হাইপারচার্জ করোনা ক্যানন। এই ডিভাইসের কাজ হল একাধারে ফিল্টারের মত। যা বাতাস থেকে ভাইরাল পার্টিকল ছেকে বের করতে পারবে। অন্যদিকে কোনো পদার্থ বা সারফেসে জমে থাকা ভাইরাসের স্পাইক গ্লাইকোপ্রোটিন নষ্ট করে দিতে পারবে।”

এদিকে ব্যাঙ্গালোরের বিজ্ঞানীরা হাঁচি-কাশির জলকণায় করোনা থাকলে শুষে নেবে এই ডিভাইস বলে জানানোর পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। জানা গেছে, ইতিমধ্যেই মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউরোপিয়ান ইউনিয়নে এই ডিভাইস ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। গবেষকদের মতে, এই ডিভাইস 20 থেকে 100 বর্গমিটার পর্যন্ত এলাকাকে সম্পূর্ণরূপে স্যানিটাইজ করে দিতে পারে।

স্বাভাবিক ভাবেই করোনা ভাইরাসকে নিয়ে যখন আতঙ্ক তুঙ্গে, ঠিক তখনই ব্যাঙ্গালোরের বিজ্ঞানীদের এই সৃষ্টি নিঃসন্দেহে আশার আলো তৈরি করছে। আর নয়া এই ডিভাইস করোনা ভাইরাসকে কতটা বোধ করতে পারে, তা নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রভাব পড়তে শুরু করেছে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!