এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – রাইস মিলের দুর্নীতি রুখতে মরিয়া রাজ্য সরকার

কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – রাইস মিলের দুর্নীতি রুখতে মরিয়া রাজ্য সরকার


গত বৃহস্পতিবারই সরকারের এক প্রশাসনিক বৈঠকে রাজ্যের রাইস মিলের মালিকদের অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকেই খাদ্যদপ্তরের এক রিপোর্টে বলা হয়েছে, “কিছু রাইস মিল সরকারের কেনা ধান নিয়ে তা উৎপাদন করলেও আর সরকারকে ফেরত দিচ্ছে না। এমনকী সরকারের ফাঁদে পড়ার ভয়ে কিছু রাইস মিলের মালিকরা পালিয়েও বেড়াচ্ছেন”।

আর রিপোর্টে এইসব দেখেই ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী সেই মিল মালিকদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যাবস্থা নেওয়ার নির্দেশও দেন। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই এবার নড়েচড়ে বসল রাজ্যের পুলিশ প্রশাসন। জানা গেছে, বিগত দিনে রাজ্যের ঠিক কোন কোন রাইস মিলগুলি ধান ভানিয়েও সরকারকে কোনো চাল দেয়নি তার ব্যাপারে ধান সংগ্রহের সাথে যুক্ত বিভিন্ন সংস্থাগুলির কাছে হিসেব চাইল খাদ্যদপ্তর।

এ প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “এই সংস্থাগুলির কাছ থেকে তথ্য পাওয়ার পরেই একটি পূর্নাঙ্গ রিপোর্ট তৈরি করে তা সিআইডির কাছে পাঠানো হবে। এরপর সিআইডিই এই চাল ফাঁকি দেওয়া রাইসমলগুলির বিরুদ্ধে ব্যাবস্থা নেবে”। জানা গেছে, চলতি বছরে যে রাইস মিলগুলো থেকে সরকারের কাছে চাল বকেয়া থাকবে তাঁদের আগামী মরশুমে কোনোও ধান ভানানোর দ্বায়িত্ব দেবে না সরকার। এমনকী জেলার কোন মিল এই ধান ভানানোর দ্বায়িত্ব পাবে তা ঠিক করতে জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটিও গড়ছে রাজ্য।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর ৩০ টি রাইস মিলের কাছ থেকে চাল পাওয়া বকেয়া রয়েছে সরকারের। এই চালের ৭৫% আগামী ৩১ শে আগস্ট এবং বাকি ২৫% আগামী সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে বলা হয়েছে রাইস মিলগুলিকে। এমনকী লিজে চালানো রাইস মিলগুলির অনিয়ম দেখা দিলে সেখানেও আর কোনো ধান ভানাবেনা সরকার বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে রাইস মিলের এই অসাধু চক্র রুখতে সরকারের এহেন উদ্যোগে খুশি রাজ্যের রাইস মিল মালিকদের সংগঠন।

এদিন ওয়েস্ট বেঙ্গল রাইস মিল ওনারস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক বলেন, “মুখ্যমন্ত্রী ও সরকার এই অসৎ রাইস মিলগুলোর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ায় আমরা খুশি। এখন থেকে কড়া না হলে সরকারকে চাল ফাঁকি দেওয়ার সংখ্যা আরও বাড়বে”। এদিকে এই চাল ফাঁকি রুখতে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একটি টিমও পাঠাচ্ছে এই রাইস মিল মালিকদের সংগঠন। সব মিলিয়ে রাইস মিলের অসাধু চক্র রুখতে নবান্নের কড়া পদক্ষেপে খুশি সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!