পরীক্ষার্থীদের জন্যে সুখবর,শিক্ষক নিয়োগের ফলাফল আজ রাজ্য February 1, 2018 আজ দিনটি খুবই গুরুত্ত্বপূর্ণ একদিকে যেমন আজ উলুবেড়িয়া,নোয়াপাড়া উপনির্বাচনের ফলাফল অন্যদিকে তেমনি পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট ,এর তার সাথেই কয়েক লক্ষ পরীক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়ে প্রকাশিত হতে চলেছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের ফলাফল ৷ এমনটাই জানা গেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তারা আরো জানিয়েছে যে রেজাল্ট প্রকাশের পাশাপাশি কাউন্সেলিংয়ের তারিখও জানিয়ে দেওয়া হবে।স্কুল সার্ভিস কমিশনের সরকারী ওয়েবসাইটে- www.westbengalssc.com এই ফলাফল দেখা যাবে। আপনার মতামত জানান -