এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে আঁতাতে? বিস্ফোরক অভিযোগে উত্তাল গেরুয়া শিবিরের অন্দরমহল

বিজেপির জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে আঁতাতে? বিস্ফোরক অভিযোগে উত্তাল গেরুয়া শিবিরের অন্দরমহল


2021 এ তৃণমূলকে রাজ্যের মসনদ থেকে ক্ষমতাচ্যুত করতে এখন ব্লুপ্রিন্ট সাজাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর এমতাবস্তায় বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ ওঠায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জানা যায়, ঘূর্ণিঝড়ের কারণে বিপাকে পড়া কর্মী-সমর্থকদের জন্য বিজেপি রাজ্য দপ্তরের পক্ষ থেকে ত্রাণ পাঠানো হয়েছিল।

কিন্তু জেলা বিজেপির সভাপতি কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি সেই ত্রাণ বিজেপির নেতা কর্মীদের বাড়িতে পৌঁছে দেননি। যার ফলে এদিন সকাল নটার সময় কাটোয়ার কারবালাতলায় কৃষ্ণবাবুর বাড়ির সামনে বিজেপির 50 জন কর্মী উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, দলের রাজ্য দপ্তর থেকে ত্রাণের জন্য চাল এবং ত্রিপল পাঠানো হলেও, তারা সেই ত্রান পাননি। আর এতেই রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

যদিও বা বিজেপির কর্মী-সমর্থকেরা যখন জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন কৃষ্ণবাবুর পরিবারের তরফ থেকে জানানো হয় যে, জেলা সভাপতি এই মুহূর্তে বাড়িতে নেই। পরবর্তীতে তার দেখা না পেয়ে বাড়ির সামনে দুপুর অবধি ধরনা দিতে থাকেন বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা। কেন তারা জেলা সভাপতির বাড়ির সামনে এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন? এদিন এই প্রসঙ্গে পাপাই দেবনাথ নামে এক বিক্ষোভকারী বলেন, “আমরা দলের সক্রিয় কর্মী। করোনার জন্য দীর্ঘদিন কর্মহীন রয়েছি‌‌। কিছুদিন আগে ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের মত কর্মীদের জন্য দল ত্রাণ পাঠিয়েছে। কিন্তু জেলা সভাপতি তা দেননি। তার জন্য জবাব চাইতে এসেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ব্যাপারে বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কাটোয়া 41 নম্বর জেলা পরিষদ এলাকায় বিজেপির সাধারণ সম্পাদক চঞ্চল মন্ডল। এদিন তিনি বলেন, “আমাদের জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে আঁতাত করে দলের ক্ষতি করছেন। গরিব কর্মীদের ত্রাণ দিচ্ছেন না। তার অপসারণের দাবি জানাচ্ছি।” আর বিজেপির এক সাধারণ সম্পাদক জেলা সভাপতির বিরুদ্ধে শাসক দলের সাথে সমঝোতার অভিযোগ তোলায় এখন কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি।

যেভাবে জেলা সভাপতির বিরুদ্ধে দলের নেতাকর্মীরা সমঝোতার অভিযোগ তুললেন তৃণমূলের সঙ্গে, তাতে বিজেপির কোন্দল যেমন প্রকাশ্যে চলে এল, ঠিক তেমনই জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ চরম অস্বস্তিতে পড়লেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু তার বাড়ির সামনে এই বিক্ষোভ প্রসঙ্গে তিনি কি বলবেন? এদিন এই প্রসঙ্গে কৃষ্ণ ঘোষকে ফোন করা হলে তিনি বলেন, “আমি বাড়িতে নেই। দলীয় কর্মসূচিতে পূর্বস্থলী এসেছি। কারা আমার বাড়ির সামনে জড়ো হয়েছেন, বলতে পারব না। মন্ডল সভাপতিদের মাধ্যমে স্বচ্ছভাবে কর্মীদের ত্রাণ দেওয়া হয়েছে। কারো, কোনও অভিযোগ থাকলে প্রমাণ সহ উচ্চ নেতৃত্বকে জানাক।”

এদিকে এই ঘটনায় দলের কোন্দল প্রকাশ্যে চলে আসায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপির পূর্ব বর্ধমানের কালনা-কাটোয়ার পর্যবেক্ষক সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কর্মীদের অভিযোগ থাকলে তা দলের অন্দরেই জানানো উচিত। পতাকা নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ দেখানো ঠিক নয়। কি ঘটেছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে বিজেপির জেলা সভাপতির বাড়ির সামনে দলের কর্মীদের বিক্ষোভ প্রকাশ্যে চলে আসায় এখন ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি যে একটা দুর্নীতিগ্রস্ত, দলের কর্মীদের জেলা সভাপতির বাড়িতে বিক্ষোভ দেখানোর ঘটনায় তা প্রমাণ হয়ে গেল।” সব মিলিয়ে এবার ত্রাণ না পাওয়ায় জেলা সভাপতির বাড়ির সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ গেরুয়া শিবিরকে অনেকটাই অস্বস্তিতে ফেলে দিল বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!