এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পূর্বস্থলীর সভা থেকে তৃণমূলকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী

পূর্বস্থলীর সভা থেকে তৃণমূলকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করেছেন প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। শাসকদল তৃণমূলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতানৈক্য চলছিল তাঁর। ধাপে ধাপে তিনি মন্ত্রিত্ব, বিধায়ক পদ, তৃণমূলের সদস্য পদ ছেড়ে দিয়ে যোগদান করেছেন বিজেপিতে। বিজেপিতে যোগদানের পর আজ প্রথম জনসভা শুভেন্দু অধিকারীর। আজ পূর্ব বর্ধমানের দুটি স্থানের শুভেন্দু অধিকারীর জনসভা। পূর্বস্থলী ও কেতুগ্রামে আজ তাঁর জনসভা। সম্প্রতি পূর্বস্থলীর জনসভায় উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী।

পূর্বস্থলী ও কেতুগ্রামে আজ বিজেপির জনসভা। সেইসঙ্গে সেখানে বিজেপির যোগদান কর্মসূচি পালিত হতে চলেছে। পূর্বস্থলীর জনসভায় একই মঞ্চে এসেছেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর জনসভায় কতটা ভিড় হবে? তা নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর এই সভায় জনজোয়ার। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও তার জনপ্রিয়তা যে আগের মতোই আছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে একেবারে রাস্তা পর্যন্ত ভিড়। বিজেপির অন্য নেতারাও উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী জনসভাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানালেন যে, ১৯৯৮ সালে বিজেপি যদি আশ্রয় না দিতো, তবে উঠে যেত তৃণমূল দলটি। শুভেন্দু অধিকারী জানলেন যে, তিনি তৃণমূলের সমস্ত পদ ছেড়ে বিজেপিতে এসেছেন। রাস্তায় রাস্তায় তোলাবাজি বন্ধ হোক, তেমনটাই চান তিনি। তিনি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ নেওয়ায় গরু পাচার, কয়লা পাচার বন্ধ হয়েছে। তিনি জানালেন, বিজেপি ক্ষমতায় এলে কিডনি পাচার বন্ধ হবে। তৃণমূলের দুয়ারে দুয়ারে সরকারকে কটাক্ষ করে তিনি জানালেন, যমের দুয়ারে সরকার। তিনি জানালেন, কৃষকেরা যদি ছয় হাজার টাকা করে পেতে চান তাহলে বিজেপি সরকারকে ক্ষমতায় আনার প্রয়োজন।

শুভেন্দু অধিকারী জানালেন যে, কংগ্রেস ভেঙ্গে তৃণমূল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরবর্তীতে সেই কংগ্রেসের হাত ধরতে হয়েছিল তৃণমূলকে। তিনি জানান, তাঁকে বিশ্বাসঘাতক বলা হয়েছে, তাঁকে মীরজাফর বলা হয়েছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হবে। চাকরি দিতে বেকারদের। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে সকলকে একজোট হবার আহ্বান জানালেন তিনি। তিনি জানালেন যে, নৈতিকতা বিসর্জন দেননি তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!