এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ

রাজ্যের উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত রবিবার বোলপুরের রোডশো থেকে রাজ্য সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন যে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প সব কিছুতেই তলানীতে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গ। তিনি জানিয়ে ছিলেন যে, ৫০ হাজার টাকা ঋণ মাথায় নিয়ে রাজ্যে জন্মাচ্ছে শিশুরা। রাজ্যের উন্নয়নের ব্যাপারে রাজ্য সরকারকে তীব্র অভিযোগ করেছিলেন তিনি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী গতকাল। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন যে, গত ১০ বছরে বাংলার জিডিপি বৃদ্ধি পেয়েছে। তিনি জানালেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে, পাটশিল্পের অবস্থা খারাপ। কিন্তু রাজ্য থেকে সাত কোটি পাটের ব্যাগ কেনার বরাত এসেছে। তিনি জানালেন সেই শিল্প বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ পঞ্চম স্থানে উঠে এসেছে। সাংসদ সৌগত রায় জানালেন যে, রাজ্যের ১০০% বিদ্যালয়ে বিদ্যুৎ আছে। রাজ্যে ৩০ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পতে একর প্রতি বছরে ৫ হাজার টাকা দেয়া হচ্ছে।

তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, নারী নির্যাতনের ক্ষেত্রে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে অনেকটাই পেছনে পশ্চিমবঙ্গ। তিনি জানালেন গত ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তরপ্রদেশে নারী নির্যাতন ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের পরিসংখ্যান ২১ শতাংশ হ্রাস পেয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এ প্রসঙ্গে তিনি জানালেন শিল্প খাতে গত ১০ বছরে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার, মাথাপিছু আয় এর নিরিখে এগিয়ে গিয়েছে বাংলা। রাজ্যের ১.৪ কোটি পরিবার স্বাস্থ্যসাথীর সুফল পেয়েছে। এছাড়া ২৪ শতাংশ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে রাজ্যে।

অন্যদিকে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে সৌগত রায় জানালেন যে, শুভেন্দু অধিকারীর কোন গড় আছে কিনা? তা তিনি জানেন না। তবে শুভেন্দু অধিকারী বিজেপির অনেক মুখের মধ্যে একটি মুখ। তিনি দেখতে চান শুভেন্দু অধিকারীর সভাতে কেমন ভিড় হয়। তিনি জানালেন যে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ওপর হামলার ঘটনার তদন্ত রাজ্য সরকার করছে। ইতিমধ্যে কয়েকজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

ভোট কুশলী পিকে সম্পর্কে তিনি জানালেন যে, প্রশান্ত কিশোর হলেন একজন কনসালটেন্ট। তার কাছে পেশাদারি সাহায্য নিয়েছে দল। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও তাঁর কাছ থেকে সাহায্য নিয়েছিলেন।

অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ” রাজনীতির জন্য বিজেপি সবকিছু করতে পারে। বিজেপি একটা চিটিংবাজের পার্টি। অমিত শাহ কাল অনেক মিথ্যে কথা বলেছেন ৷ আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর। রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারই এই তথ্য দিয়েছে । “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!