এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “ইঁদুর থেকে বাঘ হয়ে ঋষিকেই খেতে আসছে।” – দলত্যাগীদের কাঠোর বার্তা মুখ্যমন্ত্রীর

“ইঁদুর থেকে বাঘ হয়ে ঋষিকেই খেতে আসছে।” – দলত্যাগীদের কাঠোর বার্তা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালের মতো আজও জোড়াসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি সভা করছেন রায়গঞ্জে। এখন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভায় অংশ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কালনার জনসভা থেকে দলত্যাগী হেভিওয়েটদের তীব্র কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তাঁদের তিনি কুসন্তান বলে কটাক্ষ করেছিলেন। আজও তাঁদেরকে কঠোর ভাষায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ছিলেন যে, দলের কিছু নেতা নিজের আখের গুছিয়ে নিয়ে প্রচুর টাকা-পয়সা করে নিয়ে এখন দল থেকে সরে পড়েছেন। তিনি জানিয়েছিলেন যে, যারা বিপদের সময় এভাবে মাকে ফেলে চলে যান, তাদের তিনি কুসন্তান বলে কটাক্ষ করেছিলেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, কিছু ভুঁইফোড় মানুষকে দলের কাজ করতে তিনি পাঠিয়েছিলেন। যারা আখের গুছিয়ে নিয়ে পালিয়ে গেছেন দল থেকে। মুখ্যমন্ত্রী জানালেন যে, তাঁরা ইঁদুর থেকে বাঘ হয়ে এখন ঋষিকেই খেতে আসছে। মুখ্যমন্ত্রী জানালেন যে, রাজনীতিতে তিন ধরনের মানুষ থাকেন লোভী,ভোগী,ত্যাগী। লোভী মানুষদের দল ত্যাগ করার নির্দেশ দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন যে, তৃণমূলের কর্মীদের সর্বদা মাথা উঁচু করে চলতে হবে। তাঁদের মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। কেউ যদি ভেবে থাকেন যে, তিনি বড় নেতা। তবে সেটা ভুল ভাবছেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন যে, তৃণমূল কংগ্রেস কারো কাছে মাথা নত করে কখনোই টিকিট দেয় না। অনেক ভালো, মন্দ লোক নিয়ে তৈরি হয়ে থাকে একটি রাজনৈতিক দল। তবে, তিনি শুধু কাজের লোকদেরই প্রার্থী হবার টিকিট দেবেন। যারা কাজ করবেন না, তাদের দলে কোন স্থান নেই বলে জানালেন তিনি। তিনি জানালেন যে, অনেক বর্ণ, অনেক জাতিকে নিয়ে একসঙ্গে চলতে হয়। শুধু নিজে থাকবো আর কাউকে মানবো না, সেটা ঠিক নয়।

বিশ্লেষকেরা জানিয়েছেন একেবারে নির্বাচনের মুখে দলের বেশ কিছু হেভিওয়েট দল ত্যাগ করে দলের অস্বস্তি যথেষ্ট বাড়িয়ে দিয়েছেন। আবার শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় প্ৰমুখদের রয়েছে প্রচুর জনসমর্থন। ফলে আগামী বিধানসভা নির্বাচনে তাঁদের নিয়ে বাজিমাত করার উদ্যোগ নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে, তাঁদের মনোবল বৃদ্ধি করতে দলত্যাগীদের বারবার কটাক্ষ করে থাকতে পারেন মুখ্যমন্ত্রী সহ দলের শীর্ষ নেতৃত্ব।

আবার, এটাও অনেকে মনে করছেন যে দলত্যাগীদের কটাক্ষ করে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে, কয়েকজন মানুষ দল ছেড়ে চলে গেলেও দলের কোনো ক্ষতি হয় না। এখনো অনেক বিশ্বস্ত সৈনিক রয়েছে দলে। একবার তৃণমূল দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে, একটা দুটো পাতা ঝরে গেলে একটা বটগাছের কিছুই ক্ষতি হয় না। তবে, ক্ষতি হয়েছে, কি হয় নি? তার উত্তর মিলবে নির্বাচনের ফলাফলেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!