এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের দিনে একাধিক ওয়ার্ড থেকে প্রার্থী পদ তুলে নিল সিপিএম, পুনঃনির্বাচনের দাবিতে চলছে অবরোধ

ভোটের দিনে একাধিক ওয়ার্ড থেকে প্রার্থী পদ তুলে নিল সিপিএম, পুনঃনির্বাচনের দাবিতে চলছে অবরোধ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের দিনে একাধিক ওয়ার্ড থেকে প্রার্থীপদ তুলে নিল সিপিএম। পুনঃনির্বাচনের দাবি জানিয়ে একাধিক স্থানে চলল পথ অবরোধ। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেশ কিছু স্থানে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। কোথাও ধাক্কাধাক্কি চলছে, কোথাও হুমকি, এই ঘটনার প্রতিবাদে বাঘাযতীন এলাকার একসঙ্গে চারটি ওয়ার্ড থেকে প্রার্থী প্রত্যাহার করে নিল সিপিএম। যারমধ্যে রয়েছে ১০০ নম্বর ওয়ার্ড, ১০১, ১০২ ও ১১০ নম্বর ওয়ার্ড। এই সব ওয়ার্ড থেকে প্রার্থী প্রত্যাহার করে পুনর্নির্বাচন এর দাবি জানালো সিপিএম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার প্রতিবাদে বাঘাযতীন মোড়ে পথ অবরোধ করা হলো। আবার ৬৭ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী দিপু দাস অভিযোগ করেছেন, সিপিএম এজেন্টদের বাড়ি গিয়ে তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে তৃণমূল। ১০১ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী অতনু চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, ভোটারদের বুথে ঢুকতে বাধা দেয়া হচ্ছে, এজেন্টদেরকে বসতে দেয়া হচ্ছে না।

১০২ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী ভাস্বতী গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন যে, পুলিশের সামনেই তাকে হুমকি দেয়া হয়েছে, এজেন্টদেরকে বসতে দেয়া হচ্ছে না। আবার ১৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বিরতি দত্তকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে সিপিএমের সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!