এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “আমফান চলে গেছে, মানুষ জিতেছে। কোভিড পালিয়ে গেছে, মানুষ জিতেছে। আমরা থাকাকালীন কোনও বিপদ আপনাদের হবে না।”-আত্মপ্রত্যয়ী মুখ্যমন্ত্রী

“আমফান চলে গেছে, মানুষ জিতেছে। কোভিড পালিয়ে গেছে, মানুষ জিতেছে। আমরা থাকাকালীন কোনও বিপদ আপনাদের হবে না।”-আত্মপ্রত্যয়ী মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিজেপি। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যতটা সহজে জয় লাভ করা সম্ভব হয়েছিল, আগামী বিধানসভা নির্বাচনে তা যে হবার নয়, এটা অস্বীকার করার কোন উপায় নেই শাসকদল তৃণমূলের। এই পরিস্থিতিতে উন্নয়নের তাস খেলেই বাজিমাতের চেষ্টা শাসকদল তৃণমূলের। একারণেই আজ রায়গঞ্জের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে কটাক্ষ করলেন তিনি প্রধান প্রতিপক্ষ বিজেপিকে।

রায়গঞ্জের জনসভা থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানালেন যে, একসময় রাজ্যের উপর দিয়ে আম্ফান ঝড় বয়ে গিয়েছিল, কিন্তু শেষপর্যন্ত মানুষ জয়লাভ করেছে। করোনা এসেছিল, এখন পালিয়ে গেছে, মানুষ জয়লাভ করেছে। তিনি জানালেন যে, তাঁরা ক্ষমতায় থাকাকালীন কোন বিপদ মানুষের হবে না। আগামী দিনেও মানুষকে বিনামূল্যে রেশন দেবার কথা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন যে, প্যারা টিচারদের বেতন বছরে ৩ শতাংশ বৃদ্ধি করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন যে, দেশের বেকারত্ব ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, পক্ষান্তরে রাজ্যে ৪০ শতাংশ দারিদ্র্য হ্রাস পেয়েছে। স্কিল ডেভেলপমেন্ট, স্মল স্কেল কৃষি, ১০০ দিনের কাজ ইত্যাদিতে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সংখ্যালঘুদের নিরাপত্তা একমাত্র তৃণমূলই দিতে পারে বলে দাবি করলেন তিনি। তিনি জানালেন যে, নির্বাচনের প্রার্থী কে হবে? সেদিকে গুরুত্ব না দিতে। তিনি জানালেন যে, যারা দল বদল করতে পারেন, তাদেরকে তিনি প্রার্থী করবেন না।

মুখ্যমন্ত্রী জানালেন যে, কালিয়াগঞ্জ এর হাসপাতালে ৩০০ টি বেডের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। রায়গঞ্জ শহরে মেডিকেল কলেজ করার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন তিনি। রাজবংশী ভাষার পড়াশোনার জন্য তিনি ২০০ টি স্কুল করে দিচ্ছেন। অলচিকি ভাষার জন্য তিনি ৫০০ টি স্কুল করে দিচ্ছেন। হিন্দি, গোর্খা ভাষা শিক্ষার জন্যও স্কুলের বন্দোবস্ত করবেন তিনি। মুখ্যমন্ত্রীর জানালেন স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিনামূল্যে রেশন সমস্ত কিছু করে দিয়েছে রাজ্য সরকার।

কেন্দ্রের প্রতি কটাক্ষ করে জানান যে, বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে থাকে। বিজেপি কোন কাজ করে না। বিজেপি দাঙ্গা করে থাকে। বিরসা মুন্ডার নাম করে অন্যের গলায় মালা পরিয়ে দিয়ে থাকে বিজেপি। বিজেপি তৃণমূলের নামে মিথ্যা প্রচার করে চলছে। মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। রায়গঞ্জের জনসভা থেকে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খাতিয়ান তুলে ধরে আগামী বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলকে আবার রাজ্যের মসনদে আনবার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!