এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পুরসভার গাফিলতিতে বিষাক্ত পানীয় জল প্রাণ কাড়ল শিশুকন্যার, তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে

কলকাতা পুরসভার গাফিলতিতে বিষাক্ত পানীয় জল প্রাণ কাড়ল শিশুকন্যার, তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের সময় সময় যখন নাগরিক উন্নয়ন নিয়ে এক ঝাঁক প্রতিশ্রুতি দিয়ে চলেছেন রাজ্যের শাসক দল তথা তৃণমূলের গণ্যমান্য নেতারা, ঠিক সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওয়ার্ডে পৌরসভার বিষাক্ত জল খেয়ে মৃত্যু হল এক শিশু কন্যার। জানা গেছে, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অর্থাৎ 73 ও 74 নম্বর ওয়ার্ডে পুরসভার পক্ষ থেকে যে জল সরবরাহ হচ্ছে, তাতে মিশছে ড্রেনের জল।

যথারীতি পুরসভার পানীয় জল হয়ে উঠেছে বিষাক্ত। এবং সেই জল খেয়ে এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে বলে দাবী। পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। ইতিমধ্যে এলাকাজুড়ে ডায়রিয়ার প্রকোপ দেখা যাচ্ছে। অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের দায় স্বীকার করে নিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছেন, তখন তাঁর নিজের শহরে এরকম বেহাল অবস্থা কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা পুরসভার ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম এলাকা বলে পরিচিত। আর সেখানেই পুরসভার বিষাক্ত পানীয় জল খেয়ে মৃত্যু। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, গত এক সপ্তাহ ধরে কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ডে ক্রমাগত মিশে চলেছে পানীয় জলের সাথে নোংরা ড্রেনের জল। এলাকায় দূষিত পানীয় জল আসছে বলে অভিযোগ উঠেছিল আগেই। কিন্তু সেসময় কলকাতা পুরসভা ততটা তৎপর হয়নি বলে জানিয়েছেন অনেকেই। যথারীতি এই জল পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

আর এবার জলজ্যান্ত প্রাণ কেড়ে নিল পুরসভার গাফিলতি। এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। পানীয় জল পান করতে ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে ফিরহাদ হাকিমকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি পুরো ব্যাপারটি খতিয়ে দেখার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার পরিস্থিতি যে সামাল দেওয়া হচ্ছে, পুরসভার জলের গাড়ি পাঠিয়ে সে দাবিও করেছেন। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র গাফিলতির জেরে যে প্রাণ চলে গেল, তার দায় কে নেবে? ভোট আসে, ভোট যায়। কিন্তু যে প্রাণ গেল তা আর ফিরে আসবেনা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!