এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট পরবর্তীতে নবান্ন বাদ, বাংলার শাসন শুরু হবে মহাকরণে, এমনই বার্তা দিলেন বিজেপির মুখপাত্র

ভোট পরবর্তীতে নবান্ন বাদ, বাংলার শাসন শুরু হবে মহাকরণে, এমনই বার্তা দিলেন বিজেপির মুখপাত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে একুশের বিধানসভার নির্বাচনী লড়াই বর্তমানে তুঙ্গে। আর হয়তো সপ্তাহ দুয়েক বাকি নির্বাচনী লড়াইয়ের প্রথম দফা শুরু হতে। এই অবস্থায় রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল করছে একে অপরের প্রতি আক্রমণ। একইভাবে প্রতিটি রাজনৈতিক দলই তাঁদের আগামী পরিকল্পনা ছকে রাখতে ব্যস্ত। সেরকমই বার্তা দিলেন এবার গেরুয়া শিবিরের মুখপাত্র শমীক ভট্টাচার্য্য। 

তিনি সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিলেন, বিধানসভা নির্বাচনে জেতার পর গেরুয়া শিবির বাংলায় সরকার গড়লে নীল-সাদা নবান্ন থেকে সচিবালয় ফিরে আসবে রাইটার্স বিল্ডিং-এ। বিজেপির মুখপাত্র হিসেবে শমীক ভট্টাচার্য জানান, নবান্ন দখলের লড়াইয়ে তাঁরা নামেননি। বরং তাঁদের লক্ষ্য মহাকরণে আবার বাংলার শাসন বিভাগ বসানো। এবং সেখান থেকেই বাংলায় সুশাসন কায়েম করা।

 পাশাপাশি শমীক ভট্টাচার্য আরও বলেন, বাংলায় রাইটার্স বিল্ডিং নিয়ে মানুষের আবেগ কাজ করে। বরাবরই এই বিল্ডিং থেকে বাংলার প্রশাসনিক ব্যবস্থাপনা চলেছে। তাই বিজেপি ক্ষমতায় এলে রাইটার্স বিল্ডিং-এ আবার ফিরে আসবে সচিবালয়। বিজেপি নেতাদের দাবি, গঙ্গার ধারে নবান্নে তৃণমূলের যে সরকার চলছে তা স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রতীক। সেক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বিজেপি নেতারা অভিযোগ তুলে দাবি করেন, তৃণমূল নেত্রীর নির্দেশেই বাংলায় যেমন পুলিশি অত্যাচার চলছে, সেভাবেই দুর্নীতি চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপির এই দাবিকে হেলায় উড়িয়ে দিয়ে তৃণমূল শিবির থেকে দাবি করা হয়েছে, নবান্নে আবারও তৃণমূল ফিরে আসবে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন। সেরকমই স্লোগানও তোলা হয়েছে তৃণমূল থেকে। প্রসঙ্গত, 2011 সালে বাংলায় যখন ক্ষমতা দখল করেছিল তৃণমূল, সে সময়ে বেশ কিছুদিন মহাকরণ থেকেই মুখ্যমত্রী মমতা ব্যানার্জ্জী সরকারি কাজকর্ম চালিয়েছেন। কিন্তু দু’বছর পর তিনি সচিবালয়ের বদল ঘটিয়ে নিয়ে চলে যান হাওড়ার নবান্নে।

নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর অফিস। অন্যদিকে হেরিটেজ ভবন হিসেবে মহাকরণ সংস্কার করার কাজ হাতে নেয় রাজ্য সরকার। কিন্তু সেই সংস্কারের কাজ এখনো শেষ হয়নি। বারবার থমকে গিয়েছে সেই কাজ। অনেকেই মনে করছেন, সরকারি কর্মচারী মহলে অতীতের আবেগ উসকে দিতে গেরুয়া শিবির আজ মহাকরণে ফিরে আসার কথা বলল। আপাতত দেখার একুশের বিধানসভা নির্বাচনী লড়াইয়ে কে যেতে, তৃণমূল না বিজেপি? সে ক্ষেত্রে মনে করা হচ্ছে, এবা্রের লড়াই হবে মহাকরণ বনাম নবান্নের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!