এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, বাড়ছে বেতন জেনে নিন

বড়সড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, বাড়ছে বেতন জেনে নিন


 

দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব সরকারি কর্মচারীরা। কিন্তু অবশেষে নতুন বছরে নতুন সুখবর পেতে চলেছেন রাজ্যের সেই সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, আগামীকাল 2020 সালের পয়লা জানুয়ারি থেকেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য লাগু হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন।

যা নিঃসন্দেহে নতুন বছরের শুরুর দিনে রাজ্য সরকারি কর্মচারীদের মনে আনন্দের জোয়ার এনে দিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, স্কুল, কলেজ শিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মী এবং এর অধীন সংস্থার কর্মীদেরও বেতন বৃদ্ধি হতে চলেছে।

যার ফলে বেতন এবং পেনশন দিতে রাজ্য সরকারের এখন প্রতি মাসে 6000 কোটি টাকা অতিক্রম করবে বলে দাবি সরকারি মহলের। তবে আগামীকাল থেকে যদি রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়, তাহলে কত বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মচারীদের!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, যে কর্মচারীর বেতন এতদিন 100 টাকা ছিল, তার বেতন এবার হবে 280.90 টাকা। অর্থাৎ বেসিক পে, গ্রেড পে এবং তার সঙ্গে ডিএও যুক্ত করে দেওয়া হল। সেক্ষেত্রে এতদিন সরকারি কর্মচারীদের যে বেতন 100 টাকা ছিল, সেটা আবার বেড়ে 225 টাকায় দাঁড়াবে।

শুধু তাই নয়, এই 225 টাকা বেতনের উপর 14.22 শতাংশ বেতন বৃদ্ধি করা হচ্ছে বলে খবর। সেদিক থেকে বর্ধিত বেতনের পরিমাণ দাঁড়াবে 256 টাকায়।

এছাড়াও 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত তিন বছর 3% করে বেতন বৃদ্ধি এই 256 টাকার সঙ্গে যুক্ত করা হচ্ছে। যার ফলে 100 টাকার বেতন বেড়ে দাঁড়াচ্ছে 280.90 টাকায়। সব মিলিয়ে নতুন বছরের একদম শুরুর দিনেই বড়সড় সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!