এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজই তৃণমূলের ইশতেহার প্রকাশ, ভোটের প্রচারে ১০ অস্ত্রে শান মমতার!

আজই তৃণমূলের ইশতেহার প্রকাশ, ভোটের প্রচারে ১০ অস্ত্রে শান মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভোটের মরসুমে যে কোনো রাজনৈতিক দলের ইশতেহার নজরকাড়া বিষয় হয়ে দাঁড়ায় সকলের কাছে। কিন্তু তৃণমূলের ইশতেহার প্রকাশ বারবার বাধার মুখে পড়েছে। কথা ছিল, নন্দীগ্রামে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পেশ করছেন, তার পরের দিন তিনি ইশতেহার প্রকাশ করবেন। কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর সেই ইশতেহার প্রকাশের দিন পিছিয়ে যায়।

অবশেষে আজ বুধবার তৃণমূল তাদের ইশতেহার প্রকাশ করতে চলেছে। আর এই ইশতেহারের মধ্যে দিয়ে ১০ টি অঙ্গীকারকে সামনে আনা হবে বলে খবর। যার মধ্যে দিয়ে শিল্প থেকে শুরু করে কৃষক, সকলস্তরের মানুষের জন্য ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জানা গেছে, তৃণমূলের ইশতেহারে প্রধান 10 টি বিষয়কে সামনে রাখা হয়েছে।

যার মধ্যে রয়েছে 35 লক্ষ মানুষকে চরম দারিদ্র্য থেকে উদ্ধার, দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা কুড়ি শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা, রাজ্যে 5 লক্ষ কর্মসংস্থান তৈরি করা, বেকারত্বের হার অর্ধেকে নামিয়ে আনা, প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য মাসে 500 টাকা করে ভাতা, কৃষক বন্ধু প্রকল্পে বছরে 10 হাজার টাকা করে 68 লক্ষ কৃষককে পাইয়ে দেওয়ার বন্দোবস্ত, শিল্পে 5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এবং 10 লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট তৈরি করা, প্রতিটি ব্লকে মডেল আবাসিক স্কুল তৈরি করা, “সরল যুব” নামে একটি নতুন প্রকল্প চালু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে পড়ুয়াদের 10 লক্ষ টাকা করে ঋণ প্রদান, বাংলার বাড়ি প্রকল্পে 10 লক্ষ্য আবাসন তৈরি এবং প্রতিটি ঘরে জল, বিদ্যুৎ পৌঁছে দেওয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মানুষের জীবনযাপন নিশ্চিত করতে এই দশটি অঙ্গীকারকে সামনে রেখে এবার তৃণমূল তাদের ইশতেহার প্রকাশ করতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিক ভাবেই তৃণমূল তাদেরই ইশতেহার প্রকাশের মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবন যাপন সুনিশ্চিত করার বিষয়টিকে তুলে ধরতে চাইছে।

অর্থাৎ যখন বিজেপির প্রভাব রাজ্যে ক্রমশ বাড়ছে, তখন ইশতেহার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস বার্তা দিতে চাইছে, তারা কৃষক থেকে শুরু করে শ্রমিক, ছাত্র থেকে শুরু করে যুবক সকল সম্প্রদায়ের মানুষের পাশে তারা থাকবেন। তবে তৃনমূল কংগ্রেস তাদের ইসতেহার জনদরদি করলেও এবং মানুষের মনে সেই ইশতেহারের ভালো দিক তুলে ধরার চেষ্টা করলেও, গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এই ব্যাপারে ভোটবাক্সে মানুষ কি রায় দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!