এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের করোনা সংক্রমণ এই মুহুর্তে কোথায় দাঁড়িয়ে? কি বলছে স্বাস্থ্যদফতরের রিপোর্ট?

রাজ্যের করোনা সংক্রমণ এই মুহুর্তে কোথায় দাঁড়িয়ে? কি বলছে স্বাস্থ্যদফতরের রিপোর্ট?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার তৃতীয় ঢেউ নিয়ে ক্রমাগত আশঙ্কা যখন বাড়ছে, ঠিক সেইসময় গত কয়েক দিন চিন্তা বাড়িয়েছিল রাজ্যের পরিস্থিতি। হঠাৎ করে আবার রাজ্যের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। আর এতেই বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দেখা যাচ্ছে, রাজ্যে করোনা বিধিনিষেধের কড়াকড়ি থাকার ফলে সংক্রমণ আবার নিচের দিকে যাচ্ছে। শুক্রবারের পর শনিবারেও রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়ে গেল এবং রাজ্যের মধ্যে দার্জিলিং এই মুহূর্তে দৈনিক মৃত্যুর নিরিখে এক নম্বর স্থানে পৌঁছে গেল। খুব স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে বরাবরের মতন সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা। সবমিলিয়ে করোনার সংক্রমণ বাড়ার ক্ষেত্রে রাজ্যের বেশ কয়েকটি জেলা প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 777 জন। মৃত্যু হয়েছে 15 জনের। আবার একই সময়ে সুস্থ হয়ে উঠেছে 721 জন। ফলে রাজ্যে এই মুহূর্তে করোনা থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 98.16 শতাংশ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গত 24 ঘন্টায় উত্তর 24 পরগনায় সবথেকে বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। একদিনে উত্তর 24 পরগনায় 88 জন করোনা আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, সেখানে একদিনে 82 জনের খোঁজ পাওয়া গিয়েছে যারা করণা আক্রান্ত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার উত্তরবঙ্গের অন্যতম পর্যটনস্থল দার্জিলিং করোনা সংক্রমণের নিরিখে তালিকায় তিন নম্বর জায়গা পেয়েছে। সেখানে 79 জন করণা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি এবং নদীয়ার দৈনিক সংক্রমণ কিন্তু যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। কার্যত রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 15 লক্ষ 37 হাজার 890 জন। তাঁদের মধ্যে এই মুহূর্তে সুস্থ হয়ে উঠেছেন 15 লক্ষ 9 হাজার 521 জন। অন্যদিকে রাজ্যে এদিন করোনা সংক্রমণের হার অনেকটাই কম যা স্বাস্থ্য দপ্তরকে স্বস্তি দিয়েছে। কিন্তু রাজ্যে এক ধাক্কায় করোনায় মৃত্যু বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে। গত 24 ঘণ্টায় 43 হাজার 320 জনের করোনা টেস্ট হয়েছে।

ফলে এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা টেস্ট হয়েছে 1 কোটি 63 লক্ষ 44 হাজার 33 জন। সব মিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি আশঙ্কাজনক না হলেও উদ্বেগজনক তো বটেই। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা বিধি-নিষেধ এখনও যথেষ্ট কড়াকড়ি রাজ্যে তাই সংক্রমণ সীমিত সীমার মধ্যে রয়েছে। কিন্তু যেই মুহুর্তে বিধিনিষেধ আলগা হবে, তখনই মারাত্মক আকার ধারণ করবে সংক্রমণ। অন্যদিকে প্রতিষেধক নিয়েও চলছে ব্যাপক চাপানউতোর। রাজ্যের সবাইকে এখনও প্রতিষেধক দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, রাজ্যের 80 শতাংশ মানুষের প্রতিষেধক পর্ব না মিটলে তিনি ট্রেন চালানোর ঘোষণা করবেননা। সবমিলিয়ে রাজ্যে করোনা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!