এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভা নির্বাচনে কিন্তু ক্রমশঃ পিছিয়ে পড়ছে রাজ্যের শাসক দল, তুমুল গুঞ্জন রাজনৈতিক মহলে

বিধানসভা নির্বাচনে কিন্তু ক্রমশঃ পিছিয়ে পড়ছে রাজ্যের শাসক দল, তুমুল গুঞ্জন রাজনৈতিক মহলে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, ততই শাসকদল তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে উত্তপ্ত বাক্যালাপ বৃদ্ধি পাচ্ছে। একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের একটাই লক্ষ্য- যে কোন মূল্যে বাংলার মসনদ দখল করা। অন্যদিকে তৃণমূল শিবিরও এত সহজে ছেড়ে দেওয়ার নয়। কিন্তু ঘাসফুল শিবিরের লক্ষ্যে বাদ সেধেছে তাঁদের দলের অন্তর্দ্বন্দ্ব। একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূল শিবিরের ফাটল চওড়া হচ্ছে। এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোল করতে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আসরে নামলেন এবং গেরুয়া শিবিরকে ব্যাপকভাবে আক্রমণ করলেন।

এদিন আরেকটি অনুষ্ঠানে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন ভাঁওতা দেওয়ার। পাশাপাশি গেরুয়া শিবিরকে বিভিন্ন বিশেষণে আভূষিত করেছেন তিনি। গেরুয়া শিবিরকে প্রবঞ্চক, মিথ্যাবাদী বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, এ রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর আস্থা, ভরসা এবং বিশ্বাস রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী সবাই। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কড়া আক্রমণের মুখে ফেলেন।

তিনি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে উল্লেখ করে অভিযোগ করেন, যেভাবে একজন মহিলার উদ্দেশ্যে দিলীপ ঘোষ প্রতিনিয়ত কটাক্ষ করেন তা যথেষ্ট লজ্জার। বাংলায় তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হবে আবার। পাশাপাশি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক দেশের প্রধানমন্ত্রীকেও ছাড়েননি এদিন। তীব্র কটাক্ষ করে রাজ্যের খাদ্যমন্ত্রী বলেন, এদেশের একজন নন ম্যাট্রিক পাস দেশ চালাচ্ছেন। অন্যদিকে গেরুয়া শিবিরকে তিনি অশিক্ষিতর দল বলে তীব্র কটাক্ষ করেন। জ্যোতিপ্রিয় মল্লিক আরও অভিযোগ করেছেন গেরুয়া শিবির বারবার তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে রাজনৈতিকভাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলবদল নিয়ে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যারা দলের সুবিধা নিয়ে বিজেপিতে চলে গেছেন বা যাচ্ছেন, সেসব মীরজাফরদের মে মাসের 14 তারিখের পর দলে আর নেওয়া হবেনা। এদিন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মসলন্দপুর বয়েজ ক্লাবের মাঠে হাবরা 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র-যুব কর্মী সম্মেলনে যোগ দিয়েছেন বলে জানা যায়। তবে রাজনৈতিক মহলের অনেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের সরকার গড়ার দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, ঘাসফুল শিবিরে বর্তমানে যেভাবে একের পর এক নেতা-মন্ত্রী, বিধায়ক, সাংসদ যাচ্ছেন দল ছেড়ে, তাতে তৃণমূল দলের সংগঠন ভেঙ্গে পড়ার মুখে। এই অবস্থায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালাচ্ছেন দলকে ধরে রাখার। কিন্তু তাতেও অবস্থা কতটা সামলানো যাবে তা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। যথারীতি তৃণমূলের ফাটলকে চওড়া করতেই ব্যস্ত রাজ্যে বিরোধীরা। আর সেদিকে নজর রেখেই একুশের বিধানসভার নির্বাচন যে তৃণমূল দলের পক্ষে বিশেষ সুবিধাজনক হবেনা, সে কথা নিঃসন্দেহে বলা যায়।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!