এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃনমূলে গিয়েও শেষরক্ষা হলো না, বিধায়কের বাড়িতে আয়কর হানা! তুলোধোনা বিজেপির!

তৃনমূলে গিয়েও শেষরক্ষা হলো না, বিধায়কের বাড়িতে আয়কর হানা! তুলোধোনা বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অনেক আশা করে তৃণমূলে গিয়েছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। বিজেপির টিকিটে জিতে তিনি তৃণমূলে গিয়ে ভেবেছিলেন, পুলিশ প্রশাসন সব তার হাতে থাকবে। তার বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ কেউ পারবে না। কিন্তু সেই সমস্ত কিছুকে মিথ্যা করে দিয়ে আজ সেই তন্ময় ঘোষের অফিস এবং রাইস মিলে হানা দিল আয়কর দপ্তর। আর এই খবর সামনে আসার পরেই রীতিমত সেই দলবদলু বিধায়ককে কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। অনেকে বলছেন, পাপের ফল ভুগতে হবেই। চুরি করে কেউ রেহাই পাবে না।

প্রসঙ্গত, বর্তমানে রেশন বন্টন দুর্নীতি মামলায় জেলে গিয়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক। তা নিয়ে এমনিতেই তৃণমূল চাপে রয়েছে। আর তার মাঝেই দলবদল করা বিধায়ক তন্ময় ঘোষকে নিয়ে আরও চাপে পড়ে গেল রাজ্যের শাসক দল। আজ তার বাড়ি এবং অফিসে হানা দেয় আয়কর দপ্তর। এমনকি একটি রাইস মিলেও হানা দেয় তারা। একাংশের মতে, স্বার্থবাদী এই বিধায়ক বিজেপিকে চাপে ফেলে তৃণমূলে গিয়ে ভেবেছিলেন, অনেক সুবিধা করতে পারবেন। কিন্তু হয়ত তার বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। যার কারণে আজকে তার অফিসে আয়কর দপ্তর হানা দিয়েছে। তাই দিনের শেষে সাধারণ মানুষ এই স্বার্থবাদী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক শাস্তি পাবেন কিনা, তার দিকেই তাকিয়ে রাজ্যবাসী।

বিজেপির দাবি, পাপের ফল ভোগ করতেই হবে। শুধুমাত্র পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে পারবেন, নিজে ভালো থাকতে পারবেন, এই ভাবনা নিয়েই তৃণমূলে যুক্ত হয়েছিলেন তন্ময়বাবু। কিন্তু যে চুরি তিনি করেছেন, যে দুর্নীতি তিনি করেছেন, তৃণমূলে যোগ দেওয়ার পরেই যেভাবে তিনি চুরিতে হাত পাকিয়েছেন, তার কারণেই আজকে তাকে পাপের ফল ভোগ করতে হচ্ছে। আছ আয়কর দপ্তর তার অফিসে হানা দিয়েছে। তাই দিনের শেষে অনেক বড় কিছু হতে পারে। দলবদল করে এমনিতেই তো তিনি স্বার্থবাদী হিসেবে রাজ্যের মানুষের কাছে পরিচিত হয়েছিলেন। আর এবার তাকে চোর, চোর শব্দে আরও বিড়ম্বনায় পড়তে হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, শিক্ষা দপ্তরের দুর্নীতির পর খাদ্য দপ্তরের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকলেই বলছেন, আরও অনেকে ধরা পড়বেন। অনেকের ঠিকানা হবে শ্রীঘর। আর তার মাঝেই দলবদল করা বিধায়কের বাড়িতে পৌঁছে গেল আয়কর দপ্তর। আশা করা হচ্ছে, দিনের শেষে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তবে যারা গোটা বিষয়ে তদন্ত করছে, তারাই বলতে পারবেন, কি হবে! তবে গোটা ঘটনায় স্বনামধন্য বিধায়ক তন্ময়বাবু যে অত্যন্ত চাপে, তা বলার অপেক্ষা রাখে না। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!