এবার স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী রাজ্য December 12, 2017 এবার স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। এদিন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে জানিয়েছেন,দফতরের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি সামগ্রী বিক্রি করবার জন্য কলকাতায় একটি বড় শপিং মল তৈরি করা হচ্ছে।তার জন্য রাজ্যের কাছ থেকে দফতর ১২ কাঠা জমিও বরাদ্দ করেছে।তিনি আরও বলেন যে স্বনির্ভরগোষ্ঠীকে আরও স্বশক্তিবান করবার উদ্যেশে সরকারের পক্ষ থেকে এই কল্যাণকর পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে তারা তাদের তৈরী কোনো পণ্য মধ্যগ ব্যক্তির অনুপস্থিতিতে বাজারজাত করতে পারে।এতে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই লাভবান হবেন।এছাড়াও বিদেশে রপ্তানির ব্যবস্থা কি ভাবে সম্ভবপর হবে তারও চিন্তা ভাবনা চলছে।প্রসঙ্গত বিশ্ববাংলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি কিছু জিনিসের রপ্তানি করা হয়েছে।শুধু মাত্র আমদানি আর রপ্তানির কথাই ভাবেনি সরকার। এই কার্যের সঙ্গে যুক্ত মহিলাদের দুর্ঘটনা বীমার জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করছে সরকার। এই প্রকল্পকে পুরোপুরি সার্থক করবার জন্য ১ বছরের সময়সীমা ধার্য্য করা হয়েছে।এই ১ বছরের মধ্যে পুরো গোষ্ঠীকে এই বীমার আওতায় আনবার উদ্যেশে রাজ্যের সব জেলা, পুরসভা ও গ্রাম পঞ্চায়েত এলাকায় মোবাইল ভ্যান নিয়ে প্রচার চালানো হবে। স্বাভাবিকভাবেই স্বনির্ভরগোষ্ঠীর মহিলারা এতে বেজায় খুশি।তবে বিরোধীরা একে মোটেও ভালো চোখে দেখছেন না কেননা তাদের মতে সামনের পঞ্চায়েত ভোট আছে আর তাই স্বনির্ভরগোষ্ঠীর ভোট নিজেদের দলে টানতেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অবশ্য তৃণমূল বিরোধীদের আর বিরোধিতা করে একে বিজেপির অপপ্রচার বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে মানুষ তাদের পশে আছে,তাই ভোটে তারাই জিতবে। আপনার মতামত জানান -