স্নাতকোত্তর পাশ করে উচ্চমাধ্যমিক পড়েছেন! বিজেপি মন্ত্রীর মুচলেকায় হতবাক দেশ! জাতীয় বিশেষ খবর December 12, 2017 আগেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর মন্ত্রীসভার সদস্য স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাজারো প্রশ্ন ছিল বিরোধীদের মনে। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী শঙ্কর চৌধুরী তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে এমন তথ্য দিলেন যাতে হতবাক গোটা দেশ, যা নিয়ে আন্দোলনে নেমে পড়েছে কংগ্রেস। গুজরাতের ভাভ বিধানসভা কেন্দ্রের প্রার্থী শঙ্কর ভোটে লড়ার জন্য নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন তাতেই দেখা যাচ্ছে, তিনি মাধ্যমিক পাশ করেছেন ১৯৮৭ সালে, বেসরকারি প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্টে স্নাতক ২০০৭ সালে, স্নাতকোত্তর ২০০৯ সালে, আর তারপরে উচ্চমাধ্যমিক ২০১১ সালে! গুজরাতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর এমন হলফনামা সামনে আসতেই তোলপাড় গুজরাত। কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে, এমনকি হাইকোর্টে মামলাও ঠুকেছে। এই বিষয়ে মন্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, বিজেপির তরফে জানানো হয়েছে, যদি সাল লিখতে কোনও ভুল হয়ে থাকে, সেটি শুধরে নেওয়া হবে। কিন্তু এতো সহজে ছাড়ার পাত্র নয় কংগ্রেস তা আবারো পরিষ্কার করে দিয়েছে। কংগ্রেসের বক্তব্য, একমাত্র মোদী জমানাতেই এমন ‘বিচিত্র’ ঘটনা ঘটতে পারে। আপনার মতামত জানান -