এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘অসুবিধায়’ ফেলতে পারে সিবিআই

নতুন করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘অসুবিধায়’ ফেলতে পারে সিবিআই

রোজভ্যালি কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার সাংসদ তথা লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে চার মাস জেলে কাটাতে হয়। কিন্তু এই সময়েই তিনি গভীরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে জেলে থাকাকালীন বেশিরভাগ সময়টায় বেসরকারি হাসপাতালে কাটাতে হয়। কিন্তু তাঁর স্বাস্থ্য দ্রুত ভেঙ্গে পড়তে থাকে, তিনি রুগ্নপ্রায় হয়ে পড়েন। আর তাই তাঁর স্বাস্থ্যের দিকে তাকিয়ে ভুবনেশ্বর আদালত অবশেষে সাড়ে চার মাস বাদে তাঁর জামিন মঞ্জুর করে।
কিন্তু সেই সময় তাঁর জামিনের তীব্র বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের বক্তব্য ছিল সুদীপবাবু যেহেতু প্রভাবশালী তাই জেলের বাইরে গেলে তদন্তকে প্রভাবিত করতে পারেন, কিন্তু তবুও সুদীপবাবুর স্বাস্থ্যের অবনতি দেখে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে দেয়। এরপর সিবিআই সেই জামিন খারিজের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, সেখানে সিবিআই জানায় যে বেসরকারি হাসপাতালে সুদীপবাবু ছিলেন তাদের রিপোর্টের ভিত্তিতেই সুদীপবাবুর জামিন খারিজ করা উচিত। এরমধ্যে সুদীপ বাবু আবার বিভিন্ন রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে শুরু করেছেন, এমনকি সংসদীয় দলের হয়ে আমেরিকা পর্যন্ত ঘুরে এসেছেন। তাই সিবিআইয়ের যুক্তি, বর্তমানে আর সুদীপবাবুকে শারীরিকভাবে অসুস্থ বলা যায় না। আর তাই প্রভাবশালী হয়ে তিনি আবার তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন। এই পরিস্থিতিতে সুদীপবাবুর জামিন খারিজ করতে চাইছে তারা। সূত্রের খবর জানুয়ারী মাসেই এই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!